হ্যালো টিউনারবৃন্দ,
বর্ষাকালে সবাইকে কদমফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন, যা সাজিয়েছি অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের Walton Primo H6+ এর ইউজার এক্সপ্রেরিয়েন্স নিয়ে।
১১৯৯০ টাকা দামের এই ফোনে আছে ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম প্রভৃতি। এই ফোনে আরও আছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৬ গিগাবাইট রম প্রভৃতি।
একনজরে Primo H6+ এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
- ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
- ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- নউগ্যাট অপারেটিং সিস্টেম
- ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
- ৩ গিগাবাইট র্যাম
- মালি-টি৭২০ জিপিউ
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে
- ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
আনবক্সিং:
Primo H6+ এর বক্সে আছে-
- ডাটা ক্যাবল
- চার্জার অ্যাডাপ্টার
- ইউজার ম্যানুয়াল
- ওয়ারেন্টি কার্ড
- সিম ইজেক্টর পিন
- ইয়ারফোন
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ
এতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।
এই ফোনের ইউজার ইন্টারফেস-
ডিসপ্লে:
Primo H6+ এ ৫.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, যার রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃ
Primo H6+ এর ডিজাইন চোখে পড়ার মতো, এর ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একপার্শ্বে দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ রয়েছে পেছনের অংশে আর ইউএসবি পোর্ট ও স্পিকার রয়েছে নিচের দিকে।
এই ফোনের সামনের দিকে উপরের অংশে আছে ফ্ল্যাশলাইট, ফ্রন্ট ক্যামেরা, প্রক্সিমিটি সেন্সর ও নোটিফিকেশন লাইট আর নিচের দিকে ৩টি বাটন।
এই ফোনের ৩.৫ মিলিমিটার অডিও পোর্টটি রয়েছে উপরের দিকে আর সিম স্লটটি বাম দিকে। ১৫৪.৪ মিলিমিটার উচ্চতার Primo H6+ প্রস্থে ৭৮.৭ মিলিমিটার আর এর পুরুত্ব মাত্র ৯.১ মিলিমিটার। ব্যাটারিসহ এই ফোনের ওজন ১৯০ গ্রাম। এর রেয়ার ক্যামেরার নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।
স্টোরেজঃ
১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এই ফোনে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করা যায়, পাশাপাশি এতে রয়েছে ৩ গিগাবাইট র্যাম।
ক্যামেরা পারফরম্যান্সঃ
BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরাবিশিষ্ট এই ফোনের ক্যামেরায় অটোফোকাস, টাচ ফোকাস, প্যানোরোমা, ফেস বিউটি প্রভৃতি ফিচার বিদ্যামান। এতে সুন্দর ছবি তোলা যায়।
এই ফোনের ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo H6+ এর ক্যামেরায় তোলা ছবিঃ
এই এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকায় স্বল্প আলো কিংবা অন্ধকারেও ভালো সেলফি ওঠে
প্রসেসর, চিপসেট ও জিপিউঃ
Primo H6+ এ রয়েছে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, আর এতে মিডিয়াটেকের MT6737 চিপসেট ও মালি-টি৭২০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
অডিও ও ভিডিওঃ
মিড-রেঞ্জের এই ফোনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি মানের।
এতে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই প্লে করেছি।
গেমিং পারফরম্যান্স:
কোয়াডকোর প্রসেসর ও ৩ গিগাবাইট র্যামবিশিষ্ট Primo H6+ এর গেমিং পারফরম্যান্স এই ফোনে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে ব্লাড গ্লোরী, ক্ল্যাশ রয়্যাল ইত্যাদি জনপ্রিয় গেম অনায়াসেই খেলতে পেরেছি।
/>
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে এর স্কোর এসেছে ২৮০১৬; অন্যদিকে GeekBench এ এর স্কোর এসেছে ৫১৭ (সিঙ্গেল-কোর) ও ১৩৬৮ (মাল্টি-কোর)
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo H6+ এর স্কোর এসেছে ৫৪.৪
সেন্সর:
Primo H6+ এ ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলেরোমিটার, লাইট, প্রক্সিমিটিসহ মোট ১২টি সেন্সর বিদ্যমান। কানেক্টিভিটি:
এই ফোনে ফোরজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। আরও আছে জিপিএস, এ-জিপিএস প্রভৃতি সুবিধা। এতে আরও আছে ডুয়েল সিম সুবিধা। উল্লেখ্য, এই ফোনের উভয় স্লটেই থ্রিজি ও ফোরজি সুবিধা উপভোগ করা যায়।
ব্যাটারি:
৫.৫ ইঞ্চি ডিসপ্লের Primo H6+ এ ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়েছে। একবার ফুল চার্জ দিয়ে স্বাভাবিক ব্যবহারে অনায়াসেই একদিন চালিয়ে নেওয়া যায়।
দামঃ
আকর্ষণীয় নানা ফিচার ও দারুণ কনফিগারেশনের Walton Primo H6+ এর দাম ১১,৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
Primo H6+ এর ভালোলাগার দিকসমূহঃ
- BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
- এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ২.৫ডি কার্ভ ডিসপ্লে
- নউগ্যাট অপারেটিং সিস্টেম
শেষ কথাঃ
এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আপডেটেড অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৩ গিগাবাইট র্যাম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দারুণ ডিজাইন – সাশ্রয়ী বাজেটে এতোসব ফিচার চাইলে Walton Primo H6+ কে সমসাময়িক অন্যান্য ফোনের থেকে এগিয়েই রাখতে হবে। এ যেনো সাধ ও সাধ্যের এক অপূর্ব সমাহার।