ফেইক /ভুয়া ব্যাংক নোট ইদানিং হর হামেশাই দেখা যাচ্ছে। কিছু অসাধু চক্র এই কাজ টি দিনের পর দিন করে যাচ্ছে। কয়েকদিন আগে আমি ১ হাজার টাকার একটি নোট ধরা খেয়ে এ ব্যাপারে জানার চেষ্টা করি আসলে কিভাবে ভুয়া নোট গুলো চিনা যায়। যদি নোট নিয়ে সন্দেহে ভোগেন তাহলে অব্যশই এই পদ্ধতির মাধ্যমে চেক করতে পারেন।
এখন আসি কিভাবে আপনি সনাক্ত করবেন আসলেই এটি ফেইক ?
এ জন্য আপনার যা দরকার হবে – তা হল তিন কালারের একটি ছোট লাইট। যেমন টা ছবিতে দেয়া আছে।
আর একটি অরজিনাল নোট নিতে পারেন (৫০০/ ১০০০ টাকার নোট)জাস্ট চেক করার জন্য।
এর পর নোট টির যেখানে ৫০০/১০০০ লেখা আছে ঠিক তার নিচ বরাবর বেগুনী কালার এর লাইটির আলো ফেলুন। ছবিতে দেখুন-
যদি আপনার নোট অরজিনাল হয় তবে দেখবেন কয়েকটা রেখার মত ফুটে উঠেছে আর ফেইক হলে দেখা যাবে না। নিচের ভিডিও টি দেখলে আশা করি ভাল ভাবে বুজতে পারবেন।