“শান্তির পথে চ্যারিটি কনসার্ট”
বাংলাদেশের বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, শূন্য সহ দুর্দান্ত ৮টি ব্যান্ড 4. shashok 5. night loard 6. fadded line 7. old school 8. september এর জমজমাট “শান্তির পথে চ্যারিটি কনসার্ট” আয়োজন করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বার ২০১১ BJ PRESS FIELD, SHAT RASTA, TEJGOAN এলাকায় বিকেল ৫টায় (দুপর ১টা থেকে ৩টা পর্যন্ত কনসার্টের গেট খোলা থাকবে) । এই আয়জনের অনলাইন মিডিয়া পার্টনার www.tunerpage.com
২৫% ডিসকাউন্ট
এই কনসার্টের প্রতি টিকেটের মুল্য ২০০ টাকা কিন্তু শুধু মাত্র টিউনারপেজের মেম্বারদের জন্য রয়েছে প্রতি টিকেটের উপরে ২৫% ডিসকাউন্ট। ডিসকাউন্ট গ্রহণ করতে আমাদের উক্ত এই পোস্টে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি মন্তব্য করুন এবং আমাদের টিম মেম্বার মহা প্লাবন এর সাথে যোগাযোগ করুন ০১৭১৭৪৮০৬৫২ নাম্বারে। প্রতি টিকেটে ২৫% ডিসকাউন্ট গ্রহণ করে ২০০ টাকার টিকেট মাত্র ১৫০ টাকায় কিনে আপনার টিকিট টি সংগ্রহ করুন মহা প্লাবন এর সাথে দেখা করে ( খিলগাঁও অথবা রামপুরা থেকে)। এখুনি আমাদের ব্লগে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে এবং মন্তব্য করুন আপনার ডিসকাউন্ট পেতে। টিকেট সংগ্রহ করার সময় অবশ্যই আপনার মোবাইল নাম্বার টি সঙ্গে রাখুন যেই নাম্বার টি দিয়ে এখানে মন্তব্যে করবেন।
এই আয়োজনটি একটি চ্যারিটি হিসাবে করা হচ্ছে। এই আয়জনের অর্থ অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণে সহ সামাজিক সেবা মুলক কাজে খরচ করা হবে। যেহুতু টিউনারপেজের যাত্রা শুরু হয়েছিল অসহায় মানুষের জন্য হাত বাড়িয়ে সাহায্য করা তাই টিউনারপেজ এই আয়জনের সাথে অনলাইন পার্টনারশিপে জরিত হয়েছেন। আপনার ১৫০ টাকা দামের এই টিকিটের মুল্যটি যেহুতু একটি ভালো কাজে খরচ হয়ে তাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটি টিকিট ক্রয় করে।
ভাল লাগলো। পারলে এখানে একটু ঢুঁ মারুন
ওকে আমি আসব …:)
বেশি ভালো হবে আশা করি.
01710369573
taka
মাত্র ১৫০ টাকা …… শুধু মাত্র আমাদের জন্য ……. :) :) :)
মানে টিউনার পেজের সবার জন্য …….. :) :)
খুব-ই ভাল উদ্দোগ; থাকব আশা করি :)