আমি tunerpage এ পুরাতন হলেও এইটাই আমার প্রথম tune. তাই ভাল ভাবে করার চেষ্টা করলাম। ভুল হলে বা এই tune টি আগে কেও করে থাকলে ক্ষমা করবেন।
অভ্র দিয়ে সম্পূর্ণ document লিখা কে বিজয়ে কনভার্ট করার জন্য আপনাকে অভ্র এর ৫.১ লাগবে।
না থাকলে http://omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe থেকে download করে নিতে পারেন।
ইন্সটল করুন।
ইন্সটল করা হলে অভ্র টি screen এ আসবে।
তারপর
উপরের ছবি এর মত Unicode to Bijoy text conveter এ ক্লিক করুন। তাহলে নিচের ছবি এর মত একটি Dialog Box আসবে
এখানে Type or Paste Unicode text here এর box আপনার লিখা লিখুন বা MS Word এর অভ্র দিয়ে লিখা সম্পূর্ণ document copy করে paste করুন।
তারপর Convert to Bijoy enciding>> বোতাম এ ক্লিক করুন।
তাহলে আপনি সম্পূর্ণ লিখাটি bijoy এ পাবেন। সেখান থেকে আপনি copy করে MS Word অথবা অন্য কোথাও paste করতে পারবেন।
MS Word এ কপি করলে আপনাকে MS word এর font, বিজয় এর বাংলা font সিলেক্ট করে দিতে হবে।
আমি tune টি সহজ ভাবে করার চেষ্টা করেছি। ভুল হলে ক্ষমা এর দৃষ্টি তে দেখবেন।
দারুন ট্রিকস …… শেয়ার করার জন্য ধন্যবাদ
ধন্যবাদ শেয়ার করার জন্য !!!
ভাল লাগলো। কিন্তু বিজয় পছন্দ করি না।
বিজয় আমিও পছন্দ করি না। কিন্তু মাঝে মাঝে কাজে লাগে
ধন্যবাদ শেয়ার করার জন্য!!
আপনাকেও ধন্যবাদ
ধন্য+++++++++++ভাই.
ভালো জিনিস সেয়ার করেছেন.
হয় না তো! বক্স বক্স আসে। বাংলা আসে না!
হওয়ার কথা …..
আপনার কম্পিউটার এ বিজয় এর ফন্ট ইনস্টল থাকতে হবে
হয় তো ভাই। একটু চেষ্টা করেন।
হবে হবে………চিন্তার কিছু নাই.
আমার দরকার বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করা। এর কোন জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে জানাবেন প্লিজ।
এটাও সম্ভব। এইযে এখানেঃ http://www.omicronlab.com/avro-converter-download.html
ধন্যবাদ , প্লাবন ….
অনেক উপকারে আসবে…
তবে বিজয় লিখা থেকে অভ্রতে কনভার্ট করার কোন নিয়ম থাকলে জানোবেন প্লিজ ..
চেষ্টা করব ভাই। ধন্যবাদ ভাই
খুব সুন্দর ট্রিকস . ধন্যবাদ শেয়ার করার জন্য .
ধন্যবাদ আপনাকে মাহমুদ ভাই।