আমরা সাধারনত আমাদের আধুনা দৈনন্দিন বাংলা কাজগুলো অভ্র দিয়েই করি। ব্যাবহার করা বিজয়ের চেয়ে অনেক সহজ বিধায়, “অভ্র” এখন অনেক বেশি জনপ্রিয়। কিন্তু হঠাৎ করেই আমি একটি বড় সমস্যায় পড়েছি। আমাকে অনেক গুলো MS word এর অভ্র তে করা ফাইল বিজয়ে করতে বলা হয়েছে। হাতে সময় এত কম যে, নতুন করে বিজয়ে সবগুলো ডকুমেন্ট টাইপ করা রীতিমত অসম্ভব। তাই Tunerpage এর গুরুদের কাছে সাহায্য চাইছি। কোন ভাবে কি অভ্র তে করা ডকুমেন্ট গুলো কে বিজয়ে কনভার্ট করা সম্ভব?
সমাধান দিলে আশা করি আরও অনেকেরই উপকার হবে।
ধন্যবাদ সবাইকে। সমাধান হইল না এখনও! :(
শীতল ভাইয়ের টিউনটা তো বুঝার কথা।
http://www.tunerpage.com/archives/46834 এই পোস্ট টা দেখতে পারেন।
ভাই অভ্র এর লেটেস্ট ভার্সনটা দিয়ে চেষ্টা করেন…….আমার জানামতে এইটাকে এই সুভিদা টা দেয়া আছে.
ভাই এইটার জন্য আপনাকে অভ্র ৫.১ ব্যাবহার করতে হবে। তাহলে পুরো লিখা একসাথে বিজয় এ রুপান্তরিত করতে পারবেন।
খুব কঠিন একটা ব্যাপার।
গুরুরা গেলেন কই???