তাদের বিজ্ঞাপন দিয়া ভরে রাখে।শুধু তাই নয় অশালীন সব বিজ্ঞাপন দিয়ে থাকে যা থেকে মুক্তির উপায় আজ আমি আপনাদের দিব। হয়তো অনেকে জেনে থাকবেন তবুও আমারা অনেকে ইন্টারনেট ব্যবহার করে টেলিভিশন দেখি কিন্তু জানিনা । আজ আমি আপনাদের সাথে একটি এড-অন্স সম্পর্কে পরিচয় করে দিব। যা আপনি ব্যবহার করলে অনলাইন যা দেখেন না কেন, কোন প্রকার এড দেখা যাবে না। সকল এড ব্লক করে রাখবে যা আপনি অ্যাড মুক্ত টেলিভিশন দেখবেন। সেই এড-অন্সটি হলো (Adblocks Plus)। নিচে ছবি সহ দেখালাম কি ভাবে আপনি ব্যবহার করবেন। আপনি ইচ্ছা করলে গুগলক্রম বা মজিলা ফাইয়ার ফক্স ব্যবহার করতে পারেন।
আপনি প্রথম আপনার মজিলা ফাইয়ার ফক্স টুলস ক্লিক করেন দেখবেন অ্যাড অন্স নামে একটি বার আছে সেখানে ক্লিক করুন। নিচের মতো আসবে।
আসার পর সার্চ করুন (Adblocks Plus)। তারপর ইন্সটল করবেন। ইন্সটল করা হলে আপনার মজিলা ফাইয়ার ফক্সটি রি-স্টার্ট করুন। এবার দেকুন আপনার অ্যাড- অন্স টি কাজ করছে কিনা।
এবার আপনার কাজ শেষ।
ব্রি দ্রঃ
১. কাজটি করার আগে অবশ্যই একবার যেকোনো টেলিভিশন সাইটে যেয়ে দেখবেন অ্যাড আসে কিনা । যেমনঃ ডেমো
২. কাজটি করার পর অবশ্যই একবার যেকোনো টেলিভিশন সাইটে যেয়ে দেখবেন অ্যাড মুক্ত (ব্লক) হয়েছে কিনা। যেমনঃ ডেমো
আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক নিজের বাংলা ভাষায় এবং তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই টিউনারপেজের যাত্রা শুরু ২০১১ সালের ২১শে ফেব্রুয়ারি তে!