শুধু মোবাইল ফোনই নয়, আপনার পোশাকও হয়ে উঠতে পারে টাচ স্কিন। এমন কিছুই বানানোর চিন্তা-ভাবনা করছে বিশ্ববিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। জানা গেছে, টেকনিক্যাল সঙ্কেত পাঠানোর জন্য সেই পোশাকের সুতো পরিবাহী হবে। ফলে মোবাইল বা ট্যাবলয়েটের টাচ স্কিনের মতো টাচ পেলেই কাজ শুরু করবে।
গুগলের এই প্রজেক্টের নাম ‘অ্যাডভান্সড টেকনোলজি এন্ড প্রোজেক্টস’ বা এটিএপি। এ জন্য গুগল ‘টাচ সেনসেটিভ’ বা স্মার্ট সুতা তৈরির পরিকল্পনা করছে।
মিশ্র ধাতুর সঙ্গে সুতি বা সিল্কের সুতায় পোশাকটি তৈরি করা হবে। পোশাক ব্যবহারকারী পোশাকটি পড়েই অনুমান করতে পারবেন শরীরের কোন জায়গাটি টাচ স্কিনের কাজ করছে। এছাড়া পুরো পোশাকেই সেন্সর গ্রিড দেয়া থাকবে যাতে করে পোশাকের অনেকটা অংশ টাচ স্কিনের কাজ করে।
গুগলের কর্মকর্তারা বলছেন, এই পোশাকটিকে মোবাইল বা অন্য ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে জুড়ে ব্যবহার করা যাবে। ২০১৫ সালেই হয়তো বাজারে দেখা মিলতে পারে টাচ স্কিন পোশাকের।