আপনি যদি 3d ম্যাক্স , মায়া , আফটার ইফেক্ট ব্যাবহার কারি হয়ে থাকেন ও ভিডিও এডিটিং এর কাজ জানেন । অথবা ভালো ছবি তুলতে বা ভিডিও করতে পারেন । তবু আপনার জন্য ইন্টারনেট থেকে টাকা আয়ের সুজগ রয়েছে ।
আপনি যদি 3d ম্যাক্স , মায়া , আফটার ইফেক্ট ব্যাবহার কারি হয়ে থাকেন । ভিডিও ফুটেজ , মোশন গ্রাফিক্স এনিমেশন এর কাজ জানেন তবে আপনার জন্য ভালো হবে http://videohive.net
সাইট টি । এটিও এনভাটো নেটওয়ার্ক এর একটি সাইট । এনভাটোর কোন একটি সাইটে আপনি সাইন আপ করে থাকলে সেই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন । শুধু কুইজে অংশ নিয়ে কাজ শুরু করতে হবে । এবং কাজ জমা দেবার নির্দেশিকা ভালো করে বুঝে নিতে হবে । কারন এনভাটোর এক একটি সাইটে কাজ জমা দেবার জন্য কিছুটা তফাৎ লক্ষ করা যায় । পূর্বেই বলেছি এনভাটোর সাইট গুলোর নিয়মনীতি বেশ কড়া । সেহেতু কোন কপি পেস্ট না করাই ভালো ।
………………………………………………………………………
আপনি যদি ভিডিও ধারন করতে জানেন আপনার আশপাশ থেকে এক্সক্লুসিভ ,ফানি ভিডিও ধারন করে জমা দিয়ে ,আপনার তোলা ছবি গুলো ভিডিও বানিয়ে বা 3d ম্যাক্স , মায়া দিয়ে কাল্পনিক ভাবে ফানি ভিডিও তৈরী করে আয় করতে পারেন http://www.metacafe.com থেকে । এখানে আপনার আরনিং হবে ভিউ এর উপর । যে পরিমান ভিজিটর আপনার ভিডিও উপভোগ করবে তার উপর আপনার একাউন্টে টাকা জমা হবে । তবে আপনার ভিডিও প্রতি ১০০০ ভিউ হলে আপনার একাউন্টে আপনার পারিশ্রমিক জমা হবে । এই সাইটে প্রতিদিন প্রচুর ভিজিটর প্রবেশ করে থাকে । তাই ভিডিও আপলোড করে আরনিং খুব কঠিন হবে বলে মনে হয়না ।
শুধু মাত্র এটির উপর নির্ভর করলে তো হবেনা , আপনাকে অনেক অনেক হার্ড শ্রম করতে হবে লক্ষে পোঁছিতে হলে । এখানে প্রতি দিন মনের আনন্দে ভিডিও আপলোড করে অন্য কাজে মন দিতে থাকুন ভুলেই যান দুই তিন মাস যে এখান থেকে আপনি কিছু পাবেন । এই রংচঙে জগতের ওভার টাইম হিসেবে বছরে http://www.metacafe.com থেকে দুই তিন বার কিছু টাকা পেতে পারেন । বসে থাকলে তো এই টাকাও আপনি পেতেন না ।
মারাত্মক পোস্ট।
এই সাইট ও রেফালেল এ টাকা দেয় না কি ? রেফালেল এ টাকা বেশী না দিলে করুন না । বুস্তে পারছেন কি ……………।। ।
আপনি আমার উঠোনের অতিথি নয়ত অর্ধচন্দ্র দিতাম । প্রতি মন্তব্যে লিংক দিচ্ছেন যা সমীচীন নয় । একবার দুইবার আপনি দিতে পারেন বার বার দিলে ওজন কমে যায় । ধন্যবাদ
ইয়াশির ভাই professional দের জন্য বাদ দিয়ে beginner দের জন্য কিছু থাকলে দিন………
আসলে একটি সাইটে সাইন আপ করতে পারলে প্রায় সকল সাইটে করা যায় । চেষ্টা করব ।
ভাই অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ সাথেই থাকুন ।
yassir vai ami akdom notun user ai blog e. Amk online e data entry kore earning kora jai kina ? ar kora gelea kivabe and konkon site ase earning er aktu janale upkrito hotam. thanks vai apnar post gular jonno.
ডাটা এন্ট্রির কাজ তো , আচ্ছা আমি লিখছি আপনার জন্য্ লিখতে ও ছবি সংগ্রহ করতে যত টুকু সময় লাগে দেড়ি হবে । টিউনার পেজের সাথেই থাকুন ।
এই ভাই agulo কি???
সিপলু ভাই প্রশ্ন টি কি আমাকে করলেন নাকি নাজমুল ভাইকে ? আমাকে করলে বলুন আমি বুঝিয়ে বলছি আবারও ।
কাজের টিউন ভালো লাগলো । টিজে ভাইয়েরা আসুন সবাই মিলে একটা ক্লিক করি ধন্যবাদ
কেউ এই পালতু লিঙ্ক অ ক্লিক করবেন না!
http://paynize.com/?ref তো …………… নাকি অন্য কিছু ভাই ।
:p গুড জব ।
দুঃখিত ভাই, কাজে লাগলো না। আমি এসবের কিছুই পারি না।
পারেন না টিউনার পেজের সাথেই থাকুন শিখে যাবেন ।
হা হা হা বস কি যে বলেন না !!!!!!!!!!!