আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। টিউনারপেজে একটি ধারাবাহিক চলতেছে “ব্লগারের সাজসজ্জা” নিয়ে। খুবই সুন্দর হচ্ছে ধারাবাহিকটি। আমি ভাই ব্লগারের উপর খুবই অনভিজ্ঞ। তাই কিছু লিখতে ভয় লাগে। আজ আপনাদের ব্লগারের একটি টিপস দেখাব। হয়ত অনেকেই জানেন।

আমাদের মধ্যে অনেকেরই ব্লগারের ব্লগ আছে। ব্লগার সাধারণত ব্যবহৃত হয় ব্যক্তিগত প্রয়োজনে। এখন আপনি যদি চান যে, আপনি পোষ্ট করার সাথে সাথে পোষ্টের নিচে স্বয়ংক্রিয় ভাবে আপনার একটি সিগনেচার চলে আসুক। তাহলে কেমন হবে? খুবই চমৎকার, তাই না? জ্বী, আসুন করে নেই কাজটি।
- প্রথমে Blogger এ লগইন করুন।
- এবার Design ট্যাবে যান।

- এবার Edit HTML tab এ ক্লিক করুন ও Edit Template page এ যান।

- এবার এখানে Expand Widget Templates option টি চেক করুন।
- এবার সর্তকতার সাথে কাজ করবেন। প্রয়োজনে টেম্পলেটটি ব্যাকআপ নিয়ে রাখবেন।
- এবার এটি খুঁজে বের করুন।
<data:post.body/>
- এবার উপরের কোডটি বের করে সেটির পরিবর্তে নিচের কোডটি পেষ্ট করুন।
<img src=’URL OF YOUR SIGNATURE IMAGE‘ style=’border:0px; background: transparent;’/>
- আপনার সিগনেচার ইমেজটি আগেই আপলোড করে লিংকটা রেখে দিবেন।
- এবার উপরের কোডের URL OF YOUR SIGNATURE IMAGE এ ইমেজটির লিংকটা বসিয়ে দেন।
- এবার SAVE TEMPLATE বাটনে ক্লিক করে সেভ করুন।

- এবার একটি পোষ্ট পাবলিশ করে দেখুন তো দেখাচ্ছে কিনা আপনার সিগনেচারটি।
আশা করি, সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও সাথেই থাকুন। আল্লাহ হাফেজ……..
অনেক ধন্যবাদ…..
aroO অনেক ধন্যবাদ আমার tune এর লিঙ্ক গুলো দেওয়ার জন্য.
দারুন
আমার যদিও একটা ব্লগার এর একটা একাওন্ট …..ছিল…….কিন্তু কিসুই করা হয় না………….
যদি কখনো করি চেষ্টা করে দেখব…….ধন্য+++++++++
:D :D
ধন্যবাদ !!! কাজে লাগবে !!!
কাজে লাগবে। রেখে দিলাম।
আমি blogger এ নতুন আমার কাজে লাগবে
ধন্যবাদ