বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের মাধ্যমে এলিয়েনদের শনাক্তে সরানো হচ্ছে ৯ হাজার গ্রামবাসীকে।
চীনের পর্বতময় বনাঞ্চল ঘিজু এলাকায় সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপের নির্মাণ কাজ শেষ হলে সেখানে বসবাসকারী গ্রামবাসীদের সরিয়ে নেয়ার এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
বিশ্ব ব্রহ্মাণ্ডে এলিয়েন বা ভিনগ্রহবাসীদের অস্তিত্ত্বের খোঁজ চালাতে ফাস্ট নামে এই রেডিও টেলিস্কোপটিকে কাজে লাগানো হবে।
ফাইভ হান্ড্রেড মিটার এপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপটির সুপার প্রেসাইজ এন্টেনা ডিশটিতে রয়েছে হাইলি সেনসিটিভ ইয়ারস।
টেলিস্কোপটির চারপাশে সাউন্ড ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এনভায়রনমেন্ট তৈরি করতেই প্রকাণ্ড এই যন্ত্রটির চারপাশে বসবাসকারী ৯ হাজার ১শ ১০ গ্রামবাসীকে অন্য জায়গায় পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে চীনা সরকার বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।
আশপাশের গ্রামের মানুষের কোলাহলে এই অতিকায় যন্ত্রটি নির্বিঘ্নে এলিয়েন খোঁজার কাজটি করতে পারবে না বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বাস্তুচ্যুত ২ হাজার ২৯ পরিবারের প্রত্যেক সদস্যকে ১ হাজার ৮শ ৪০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
এ বছরের সেপ্টেম্বরে টেলিস্কোপটির নির্মাণ শেষ হওয়ার আগেই এসব মানুষদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হবে।
এই রেডিও টেলিস্কোপটি নির্মান করতে ব্যয় হচ্ছে ১শ ৮৪ মিলিয়ন মার্কিন ডলার।
সেপ্টেম্বরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।