জনপ্রিয় ফটো এডিটিং টুল পিকাসা বন্ধ হয়ে যাচ্ছে অচিরেই। এমন সিদ্ধান্ত নিয়েছে পিকাসা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুগল। নতুনভাবে বাজারে আসা ‘গুগল ফটোজ’কে আরও বেশি গুরুত্ব দিতে পিকাসা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গুগল ইনকরপোরেটেড।
এক ব্লগপোস্টে গুগল জানায়, আগামী ১৫ মার্চ পিকাসার সেবা বন্ধ করে দেওয়া হবে। তবে পিকাসাতে যেসব ব্যবহারকারীর ছবি, ভিডিও ও অ্যালবাম আপলোড করা যাবে, তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে চলে যাবে।
তবে যারা গুগল ফটোজে যেতে চাইবেন না, তাঁরা পিকাসাতেই ছবি দেখা এবং এডিট করতে পারবেন। কিন্তু নতুন করে ছবি আপলোড বা আপডেট করা যাবে না পিকাসা অ্যাকাউন্ট থেকে।