১ নং problem:
আমি Dual Boot করে Windows XP and 7 use করি। কিন্তু গতকাল আমি যেই ড্রাইভে windows 7 ইন্সটল দিয়ে ছিলাম সেই ড্রাইভটা ফরমেট করেছি । এখন আমি চাচ্ছি যে Computer Open করার সময় যেন Dual boot অপশন টা না দেখাই সেটার সমাধান চাচ্ছি। আমি XP র পরে 7 দিয়ে ছিলাম ।
২ নং problem:
আমি দুইটা ড্রাইভে ২ টা Operating System install দিয়ে Dual Boot use করি। প্রথমে C: তে XP দিই তারপর আরেকটা ড্রাইভে Windows 7 দিই। যেহেতু XP থেকে আমি ডুয়েল বুট করি তাই যদি কোন কারনে আমি XP আবার সেটাপ দিই তাহলে কি আমাকে আবার সেভেন সেটাপ দিয়ে ডুয়েল বুট করা লাগবে? Windows 7 ত আমি অন্য ড্রাইভে দিই। XP setup দিলে তো সেভেন এর কোন ফাইল মুছার কথা না, কারন XP দেওয়ার কারনে শুধু C: ড্রাইভ ফরমেট হবে। যদি সেভেন আবার না দিয়ে বুট করা যাই তবে তা কিভাবে করব তা দয়া করে জানান।
১ম টার সমাধান : যেখানে windows 7 ছিল ,সেই ড্রাইভটা ফরমেট মারাতে আপনার ডুয়েল বায়োস নষ্ট হয়ে গেছে । । ।