পার্ট টাইম ও ফুল টাইম আয় করার কিছু আইডিয়া ইনফো টিপস

0
279
পার্ট টাইম ও ফুল টাইম আয় করার কিছু আইডিয়া ইনফো টিপস

etipsbd

etipsbd.com (Education Tips) প্রযুক্তিকে কাজে লাগিয়ে লেখাপড়া সহ জীবনে সফল হবার এক অনন্য ডিজিটাল মাধ্যম। বর্তমানে সময়ের পরিপূর্ণ সদ্ব্যবহার না করে চাকরি পাওয়া, ব্যবসা কিংবা প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সকল ব্যস্ততার মাঝে প্রযুক্তির সঠিক ব্যবহারে আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।
পার্ট টাইম ও ফুল টাইম আয় করার কিছু আইডিয়া ইনফো টিপস

অনেকেই চাকরি পান, অনেকের চাকরি ভাল লাগেনা, অনেকে চাকরির পাশাপাশি কিছু করতে চান, অনেকেই চাকরি নামক সোনার হরিন না পেয়ে দিশেহারা হয়ে যান। আয়ের একটি পথ খুজে না পেয়ে প্রচন্ড মানসিক সমস্যায় পড়ে যান। অনেকে কিছু টাকা থাকলেও কি করবেন খুজে পান না। তাদের জন্যই ই টিপস কিছু আইডিয়া শেয়ার করছে। এখানের আইডিয়াগুলো ছোট পরিসরে, অল্প টাকা ইনভেস্ট করে এবং অল্প যায়গায় শুরু করা যায়। কিছু প্রশিক্ষণ আর আপনার লেগে থাকাই এর প্রধান শক্তি। হয়ত অনেকি জানেন এসব আইডিয়া, অনেকের নতুন করে মনে পড়বে, অনেকেই এখান থেকেই খুজে পাবে নতুন কিছু করার। ই টিপস এর আইডিয়াগুলো সার্থক হবে, আপনি নিজে কিছু করতে পারলে-

•৯৯ গিফট শপ।
•ইলেকট্রিক ও হার্ডওয়্যার ব্যবসা।
•হাউজ ওয়ারিং/ বাসায় গিয়ে ওয়ারিং সাপোর্ট।
•বাসায় গিয়ে টিভি/ফ্রিজ/এসি মেরামত।
•কলম/কয়েল/মুড়ি/চানাচুর/কেক/বিস্কুট/ওয়াসিং পাওডার, সাবান কারখানা, মোম তৈরির ইত্যাদি এরকম কিছুর ছোট একটি নিজের কারখানা।
•ঘরেই বেল্টের ও জুতার কারখানা
•স্টুডিও, ফটোকপি, লেমনেটিং।
•ফটোকপি, কম্পোজ, ইন্টারনেট, ইমেইল, অনলাইন আবেদন, বিকাশ, ফ্লেক্সিলোড ইত্যাদি।
•প্রিন্টিং প্রেস।
•বাসায়/অফিসে গিয়ে কম্পিউটার ও আইটি সাপোর্ট।
•ষ্টেশনারী ও অফিস আইটেম শপ।
•টিউশনি/কোচিং।
•ট্রেনিং সেন্টার।
•নতুন আয়েরক্ষেত্র জিমনেশিয়াম।
•সিরামিক মগ প্রিন্ট।
•ব্লক প্রিন্ট, স্ক্রীণ প্রিন্টে স্বাবলম্বী।
•বাড়তি আয় করুণ মোমবাতির কারখানা দিয়ে।
•টি-শার্ট ব্যবসা।
•টি-শার্টে সৃজনশীল উদ্যোগ।
•নিজেই দিন ফ্যাশন হাউস।
•বুটিক হাউসের ব্যবসা।
•লন্ড্রি শপ।
•ভাল আয়ের পথ হতে পারে ফার্মেসী ব্যবসা।
•সেলাই এবং এমব্রয়ডারি বা সূচী শিল্প ।
•নকশী কাঁথা তৈরি।
•বিউটি পার্লার
•ছবি বাঁধাই করে উপার্জন।
•রেন্ট এ কার এর ব্যবসা।
•মোবাইল, কম্পিউটার এন্ড এক্সেসরিজ।
•কম্পিউটার আইটি ও সার্ভিস সেন্টার।
•ফ্রিলান্সিং/ আউটসোর্স।
•গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন।
•কম্পিউটার সিল, সাইনবোর্ড, ব্যানার।
•মোবাইল রিচারজ, বিকাশ, মোবাইল ব্যাংকিং।
•ঘরসজ্জার চারা বিক্রি করে আয়।
•নার্সারি।
•ক্যাপসিকাম বা মিস্টি মরিচ চাষ।
•প্লাস্টিক বোতল/ ব্যাগে অল্প যায়গায় সবজি চাষ।
•মাশরুম চাষ।
•মিডিয়া পেপার।
•গোবর থেকে বায়োগ্যাস।
•বাক্সে মৌমাছি পালন।
•খরগোশ পালন।
•কোয়েল পাখি পালন।
•বাজরিগর/লাভ বার্ড/ সাদা ঘুগু পাখি পালন।
•কবুতর পালন।
•মাছ ও হাঁসের খামার।
•গরু/ছাগলের খামার।
•মুরগীর খামার।

টিউনারপেজের নতুন টিউন আপনাকে ইমেইল করব?
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

উপরের আইডিয়াগুলো সম্পর্কে কারো কোন আইডিয়া থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো ই টিপস এ প্রকাশ করার চেষ্টা করবো। উপরের আইডিয়াগুলোতে কেউ আগে থেকে জড়িত থাকলে, মজার কোন অভিজ্ঞতা থাকলে, কোন সমাধান থাকলে বা নতুন নতুন আইডিয়া থাকলে আমাদেরকে লিখবেন। আপনার উছিলায় কেউ ভাল কিছু করতে পারলে, দেশে ও দশের মঙ্গল হবে।

Advertisement -
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

thirteen − 5 =