অ্যাপলের অ্যাপ-স্টোরে শুধুমাত্র সেলফির জন্য বিশেষ একটি অ্যাপ্লিকেশন যোগ করা হয়েছে। সেলফি স্পেশাল এই অ্যাপ্লিকেশনটির নাম ইগো। অ্যাপ-স্টোর থেকে ব্যবহারকারীরা ফ্রি ডাউনলোড করতে পারবেন অ্যাপটি।
স্যাম ওয়াটারস মনে করেন মানুষ প্রচুর সেলফি তুলে থাকেন। তবে বেশিরভাগ মানুষই তাদের সামাজিক যোগাযোগ সাইটে এসব সেলফি আপলোড করতে চান না বিব্রত হতে পারেন বলে। তাই ইগো অ্যাপটি তৈরি করা হয়েছে যেখানে শুধু সেলফি থাকবে।
ইগো অ্যাপে ব্যবহারকারী তার সেলফি দিয়ে একটি পোর্টফোলিও তৈরি করতে পারবেন এবং নিজেকে নিয়ে একটি স্টোরি বুক তৈরি করতে পারবেন।
ছবি আপলোডের পর ব্যবহারকারীর ফিড থেকে বন্ধুরা তা দেখতে পারবেন। যদি তারা ছবি পছন্দ করেন তবে বোস্ট ইউর ইগোতে ক্লিক করবেন।