Latest posts by linkon-at (see all)
- বর্তমান বাজারের বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ৬টি স্মার্টফোন - 27/06/2015
- স্মার্টফোনের ২০ টি গোপন সিকিউরিটি কোড - 27/06/2015
- নিজের বুদ্ধি বাড়িয়ে তুলতে কিছু টিপস - 25/06/2015
গুজব না সত্যি? কন্সপিরাসি তাত্ত্বিকরা দাবি করছেন তিন মাসের মধ্যেই ধ্বংস হতে চলেছে মানবসভ্যতা। ২৪ সেপ্টেম্বর, ২০১৫ হয়ত আমাদের শেষ দিন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এ খবর জানিয়েছে।

বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত হয়েছে পৃথিবী ধ্বংসের নতুন তথ্য। তাঁদের দাবি, এই বছর ২৪ সেপ্টেম্বর মহাকাশে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি বড় গ্রহাণুর। তার জেরে পৃথিবীর সাজানো বাগান ধ্বংস হয়ে যাবে। মানবসভ্যতা বিলুপ্ত হতে পারে। তাঁরা আরও দাবি করছেন, বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির কাছে আসন্ন বিপর্যয়ের খবর রয়েছে।
কিন্তু ‘অযথা আতঙ্কে’র ভয়ে তাঁরা প্রকাশ্যে নিয়ে আসছেন না। উল্টে সেই দেশের বেশকিছু ক্ষমতাবান ব্যক্তি ঘর গোছাচ্ছেন এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য।
নাসা যদিও এই তথ্য উড়িয়ে দিয়েছে। নাসা সাফ জানিয়েছে, “তাদের কাছে পৃথিবীর সঙ্গে কোনো গ্রহণু বা ধূমকেতুর সংঘর্ষ হওয়ার কোনো খবর নেই। এমনকী আগামী এক শ বছরেও এ রকম কিছু ঘটবে না।”