আসসালামু আলাইকুম, সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। অনেক দিন যাবত সময় পাইনি, তাই এই টিউটোরিয়ালটি দিতে পারি নি। কঠিন কষ্ট, কারণ ছবির কারণে। আপনারা অনেকেই বলেছেন যে, উইন্ডোজ এক্সপি কিভাবে সেটআপ দিতে হয়, তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। কিন্তু সময়ের অভাব ও কষ্টকরও বটে এটি। যাক, টিউনারপেজের ভিজিটর ও টিজেদের জন্য কষ্ট করতে কোন সমস্যা হয় না। তাই কষ্ট হলেও করে ফেললাম টিউটোরিয়ালটি। এর আগে আমি উইন্ডোজ ৭ ও ভিস্তা, উইন্ডোজ ৮ ও উবুন্টু এর ইন্সটল প্রক্রিয়া নিয়ে টিউটোরিয়াল দিয়ে ছিলাম। যারা পড়েন নাই, তারা পড়ে নেন।
!i!i!i কীভাবে উইন্ডোজ ৭ ইন্সটল করবেন !i!i!i
কিভাবে Windows 8 ইন্সটল করবেন !!!
কীভাবে উবুন্টু ইন্সটল করবেন !!!!
এখন আজ আপনাদের সামনে হাজির হল উইন্ডোজ এক্সপি এর ইন্সটল প্রক্রিয়া নিয়ে। বেশি কথা নয়, কারণ টিউটোরিয়ালটি অনেক বড় ও সময় সাপেক্ষ। চলুন মূল টিউটোরিয়ালে………..
- প্রথমে আপনার উইন্ডোজ এক্সপির বুটেবল সিডিটি আপনার সিডি রমে প্রবেশ করান।
- এবার আপনার পিসিটি রিস্টার্ট দেন।
বায়োস সেটআপ
- এবার আমরা বায়োস সেটআপ করব।
- প্রথমে বায়োসে প্রবেশ করুন।
- এজন্য বুট স্ক্রীণ আসার আগেই আপনার মাদারবোর্ড অনুসারে F1, F2, F12, DEL কী চাপুন। আমারটা হল DEL আপনারটা দেখে নিন। তবে বেশির ভাগই হল DEL কী।

- বায়োসে প্রবেশ করে Boot ট্যাবে যান।

- এবার এখান থেকে First Boot Drives সিলেক্ট করুন CD-ROM
- এবার F10 চাপুন ও Enter কী চাপুন।
উইন্ডোজ এক্সপি ইন্সটল
- এবার কম্পিউটার রিস্টার্ট হয়ে ম্যাসেজ আসবে।
Press any key to boot from CD

- যে কোন একটি কী চাপবেন।
- তাহলে সেটআপ শুরু হয়ে যাবে।
Setup is inspecting your computer’s hardware configuration
- তাহলে নিচের মতো আসবে, এখানে load files drivers
- এখানে দুই মিনিট অপেক্ষা করুন।
Setup is starting Windows
- তাহলে নিচের স্ক্রীণ আসবে।
- Enter কী চাপুন।
- তাহলে নিচের মতো একটি স্ক্রীণ আসবে।
- F8 কী চাপুন।
- এবার পার্টিশন করে নিন, যদি দরকার হয়।

- এবার ইন্সটলেশান ড্রাইভ সিলেক্ট করে Enter দিন।

- এবার F কী চাপুন । ফরম্যাট করতে।

- তাহলে ফরম্যাটিং শুরু হয়ে যাবে।
- ফরম্যাটে শেষ হলে ফাইল কপি করা শুরু হযে যাবে।

- ফাইল কপি শেষ হলে পিসি রিস্টার্ট নিবে।
- রিস্টার্টের পরে নিচের মতো ম্যাসেজ আসবে। কিছু ভুলেও এখানে কোন কী চাপবেন না। এখানে শুধু মাত্র একবার কী চাপবেন।
- তারপর আবার সেটআপ শুরু হয়ে যাবে।

- সেটআপের মধ্যে Regional And Language Options আসবে। Customizes থেকে কাষ্টমাইজ করে নিতে পারেন।
- Next করুন।
- এখানে আপনার পচন্দ মতো নাম দিন ও Next করুন।

- এবার আপনার সিডির সিরিয়াল কী টি দিন। সিরিয়াল কী সিডির প্যাকেটের উপর পাবেন।

- Next , Next করে এগিয়ে যান।
- এরপরেরগুলোও Next করে এগিয়ে যান।

- ইন্সটল শেষ হলে পিসি রিষ্টার্ট নিবে।
- এবার এটি আসবে OK করুন।

- তাহলে উইন্ডোজ এক্সপির লগো একটা আসবে এ্যানিমেশান করে।
- এবার Next, Next, Next করে এগিয়ে যান।
- সামনে User Name দিন ও Finish বাটনে ক্লিক করে শেষ করুন।
- তাহলে উইন্ডোজ আপনাকে Welcome জানাবে।
- এবার আমরা ডেস্কটপে চলে আসব।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ……………………….
আমার মনে হয় এই একই টিউন এর আগে অনেকে করেছে ব্রিথা সময়টুকু নষ্ট না করলেও পারতেন। তারপর ও ধন্যবাদ।
এর আগে আমার ধারণা মতে কেউ দেয় নি, স্যার। আপনি যদি কষ্ট করে একটা লিংক দিতেন, তাহলে জাতি ও আমি উপকৃত হতাম। আপনাকেও ধন্যবাদ :)
খুব সুন্দর টিউটরিয়াল যারা জানেনা তাদের জন্য খুব উপকার হবে
চরম টিউটোরিয়াল ।
আমার জীবনের কম্পিউটার এর হাতে খড়ি এই এক্সপি সেটাপ দিয়ে……….
একসময় হাতে গুনা কিছু মানুস এই কাজ তা পারত………তখন আমি পারতাম……….
বোঝেন কি পাওয়ার ছিল….তখন……….হাহাহাহাহাহাহা…………
এখন তো অনেকেই পারে…………….
ধন্য++++++++++++ভাই……অনেক সুন্দর হইছে.
প্রথম প্রথম মনে হত এটা পারা মানে আমি ঈঞ্জিনিয়ার হয়ে গেছি। এখন তো এটা বাচ্চাদের কাজ।
সবসময়ের মত অসাধারণ একটি পোস্ট!প্রিয়তে থাকলো!আমি জানালা ৭ ইউসার!তাও যদি লাগে,এটা অনেক উপকারে আসবে! :)