আলহামদুলিল্লাহ্!
বহুদিন ধরে টিউনার পেজে লেখালেখিটা আর করা হয় না। আসলে, বাংলা নিয়েই লেখালেখিটা আর তেমন হচ্ছে না। কয়েকদিন ধরে ভাবছি যে, বাংলা লেখালেখিটা আবার শুরু করবো। তাই কিবোর্ড এ হাত রাখলাম আর শুরুটা করতে চাই প্রয়াত হুমায়ূন স্যার এর তুমুল আলোচিত একটি বই নিয়ে, যার নাম কোথাও কেউ নেই।
বহুদিন আগের কথা, বাকের ভাই তখন শহরে পুরাই হিট। সবাই বাকের ভাই এবং তার কথাবার্তা আর স্টাইল নিয়ে মেতে আছে। অনেক দিন চলল এই ধারাবাহিক বিটিভির পর্দায়। চায়ের স্টল কিংবা বন্ধুদের আড্ডায় অথবা ঘরণীদের খুটুর খুটুর আলোচনায় অধিকাংশ সময়েই প্রাধান্য পায় বাকের ভাই আর তার মুনা। আর এর সমাপ্তি হয়, সবার হৃদয়ে আঘাত দিয়ে তাদের প্রিয় চরিত্র বাকের ভাই এর মৃত্যু দিয়ে, যেখানে মুনা থানার সামনের গেটে দাড়িয়ে অপেক্ষা করে বাকের ভাই এর লাশ নেয়ার জন্য।
বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদ এর এই তুমুল জনপ্রিয় ধারাবাহিকটির দৃশ্যপট সাজানো হয়, হুমায়ূন আহমেদ এরই লেখা বিখ্যাত উপন্যাসঃ কোথাও কেউ নেই এর কাহিনী অবলম্বনে।
বইটির গল্প বেশ বড়। যদি পড়তে চান, তবে আগে দেখে নিন আপনার হাতে পর্যাপ্ত সময় রয়েছে কিনা!
যদি পর্যাপ্ত সময় থাকে, তবে ডাউনলোড করেই পড়া স্টার্ট মেরে দেন। এইরকম গল্প বারবার পড়া যায়!
————————————————–
বইটির ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন!
————————————————–
My Online Book Store: Bangla Books PDF