অজানা গান খুঁজে বের করা বেশ ঝামেলার কাজ। গানপ্রেমীরা অনেক সময় অনেক অজানা গান খুঁজতে ঘন্টার পর ঘন্টা পার করে দেন। কিন্তু স্মার্টফোনে শাযাম অ্যাপ্লিকেশন থাকলে গান খোঁজার কাজটি সহজ হয়ে যাবে।
এ অ্যাপের সাহায্যে মাত্র কয়েক ক্লিকেই পছন্দের গান খোঁজার পাশাপাশি মিউজিক ভিডিও দেখা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মের জন্য রয়েছে এটি।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. অ্যাপটির সাহায্যে অ্যামাজন বা গুগল প্লে থেকে মিউজিক শোনা বা কেনা যাবে।
২. যে কোনো গানের লিরিক দেখতে পাওয়া যাবে অ্যাপটি ব্যবহার করলে।
৩. পছণ্দের গানটি ফেইসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
৪. অ্যাপটিতে চাইলে মিউজিকের ভিডিও দেখা যাবে ইউটিউবে।
৫. এটির সব ফিচার ব্যবহার করতে হলে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।
প্লেস্টোরে ৪.৪ রেটিং প্রাপ্ত অ্যাপটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটি ১ কোটির বেশি ডাউনলোড হয়েছে।