Latest posts by Rezaul-Karim (see all)
- বিশ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার তৈরি হচ্ছে গাজীপুরে - 15/05/2015
- ভাইবার ও হোয়াসঅ্যাপের বিকল্প ogO - 20/04/2015
- হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ভিডিও কলিং - 20/04/2015
জুলাই থেকে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে শুরু হচ্ছে ন্যাশনাল ডাটা সেন্টার স্থাপনের কার্যক্রম। ‘টিয়ার ফোর সার্টিফায়েড ন্যাশনাল ডাটা সেন্টার’ নামের ডাটা সেন্টারটি স্থাপনে খরচ হবে ১৯ কোটি ৪০ লাখ ডলার। এর মধ্যে চায়না এক্সিম ব্যাংক ১৫ কোটি ৪০ লাখ ও বাংলাদেশ সরকার চার কোটি ডলার দেবে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে।
বিশ্বের পঞ্চম বৃহত্তম এই ডাটা সেন্টারটি দিয়ে দেশের প্রয়োজন মিটিয়ে ক্লাউডনির্ভর বিভিন্ন সেবাও পরিচালনা করা সম্ভব হবে। গতকাল এ বিষয়ে জেডটিই কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সরকারি-বেসরকারি খাতের তথ্যের সুরক্ষার জন্য এই ন্যাশনাল ডাটা সেন্টার স্থাপন করা হচ্ছে।
আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ন্যাশনাল ডাটা সেন্টারের পরিচালক তারেক বরকতউল্লাহ, জেডটিই করপোরেশনের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট সাবিন শ্রেষ্ঠা, জেডটিই হোল্ডিংসের ফিন্যান্স ম্যানেজার শিয়াও জুয়ান ও জেডটিই করপোরেশন বাংলাদেশ কার্যালয়ের পরিচালক ফিরোজ ইফতেখার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।