টিপস- ১ ( মাল্টিপল ফাইল সিলেক্ট )
মাল্টিপল ফাইল সিলেক্ট করতে চেকবক্স ব্যাবহার করতে চান? আপনি কি চান Ctrl নামক বিরক্তকর সুইচ টা না চেপে ধরে একাধিক ফাইল সিলেক্ট করতে? তাহলে নিচের মত করে করুন
১. উইন্ডোজ এক্সপ্লোরারে Organize এ ক্লিক করে Folder and search oiption সিলেক্ট করুন।
২. View ট্যাবে ক্লিক করুন।
৩. স্ক্রল ডাওন করে ” Use check boxes to select items ” এ টিক দিন।
৪. ok করুন।
এখন আপনি উইন্ডোজ এক্সপ্লোরারে কোন ফাইল এর উপর মাউস আনলে মাল্টিপল সিলেক্ট এর জন্য চেকবক্স আসবে। বক্সের উপরের কোনায় ছোট বক্স এ ক্লিক করে আপনি একাধিক ফাইল Ctrl না চেপেই সিলেক্ট করতে পারবেন।
টিপস- ২ ( বুট ডিফর্যাগমেনট করা )
উইন্ডোজ এক্সপি তে খুব একটা চমৎকার সুবিধা আছে। বুট ডিফর্যাগমেনট। এর ফলে সমস্ত বুট ফাইল কাছাকাছি থাকে। ফলে কম্পিউটার দ্রুতগতিতে বুট হয়। নিচের কাজগুলো করতে হবে এটি অ্যাক্টিভ করতে।
১. রেজিস্ট্রি এডিটর চালু করুন। ( Start > Run > regedit )
২. HKEY_LOCAL_MACHINE/Software/Microsoft/Dfrg/BootOptimizeFunction এ নেভিগেট করুন।
৩. ডান দিক থেকে Enable সিলেক্ট করুন।
৪. এবার ডান দিক থেকে Modify সিলেক্ট করুন।
৫. কম্পিউটার রিবুট করুন।
ব্যাস। খেল খতম।
টিপস- ৩ ( একটি হারানো বিজ্ঞপ্তি, আপনার Pendrive কি খুজে পাচ্ছেন না? )
সমস্যা গুরুতর, কিন্তু সমাধান সহজ। নিচে দেখুন
১. My Computer থেকে রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন।
২. Computer Management থেকে Storage > Disk Management এ ক্লিক করুন।
৩. এইবার আপনি ডান পাসের উইন্ডো তে আপনার কম্পিউটার এ সংযুক্ত সকল ষ্টোর এর নাম, সাইজ, অবস্থা, ধরন দেখতে পারবেন।
৪. এখানে Pendrive এ রাইট ক্লিক করে Change drive letters and paths এ ক্লিক করুন।
৫. Change এ ক্লিক করে Assign the following drive letter থেকে আপনার অব্যাবহ্রত লেটার টি সিলেক্ট করুন।
৬. Ok করে বেরিয়ে আসুন।
আজ এই পর্যন্তই। সামনে আর মজার মজার টিপস নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভাল থাকুন।
অনেক সুন্দর ও উপকারী পোষ্ট।
ধন্যবাদ ভাইয়া।
ভালো লাগলো . ধন্যবাদ
অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ মালেক ভাই।
আপনাকেও আবারো ধন্যবাদ। ভাল থাকবেন।
দারুন ভাই চালিয়ে যান……………আমরার আছি আপনার সাথে………..
ধন্যবাদ।
জটিলসসসসসসস। চালিয়ে যান। তানভীর ভাই, আপনার লেখা অনেক চমৎকার হয়। :)
সব আপনাদের দোয়া।
:) :) :)
থ্যা ণ কি উঃ ভাইজান
সুন্দর টিপস …………… ধন্যবাদ
ইট ইস অসাম ……………ভাই কেরই অন ……..ধন্য+++++++++++++++
আপনার উবুন্টু এর জন্য বাংলা লেখার সমাধান নিয়ে আসছি।
Valo tips.donnobad…,…
:-P
ধইন্না+++++++++++++++