greenvuth23
Latest posts by greenvuth23 (see all)
- মিরর (MIROR) হ্যাকিং এ জিনিষ টা কী? আসুন জানি বিস্তারিত ! সাথে কিছু টপ মিরর সাইট! + কিভাবে মিরর আপুনি করবেন! (হ্যাক মিরর নিয়ে যত প্রশ্ন আপনার সব প্রশ্নের উত্তর এই টিউনে) - 02/07/2015
- আপনি কি ভিসা চেক করতে হলে কম্পিউটার দোকানে এ যান? তাহলে আজ থেকে আর যেতে হবে না!! ঘড়ে বসে চেক করতে পারবেন আপনার ভিসা । - 19/05/2015
- আবার ও গ্রামীনফোন এ ৫০ টাকায় ১ জিবি !! যত খুশি তত বার +(আপডেট) - 18/05/2015
সুত্রঃ কালের কন্ঠ
আসসালামু আলাইকুম টিজে বন্দুরা!
আমরা ইতিমদ্যে জেনেছিলাম যে internet.org বাংলাদেশে ও ফ্রী ইন্টারনেট এ দিবে!
কিন্তু তারপর প্রকল্প টি স্তগথিত হয়!
আ আবার অনেক ব্লগ,আনলাইন নিউজ প্রে পার এ পড়লাম তা নাকি আবার রোবার শুরু হুতে যাচ্ছে!
তাই আমি টিউনার পেইজে এ শেয়ার করলাম!!
নানা জটিলতা পেরিয়ে অবশেষে রোববার থেকে বাংলাদেশে চালু হচ্ছে বিনামূল্যের ইন্টারনেট। ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজির প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ।
ইন্টারনেট ডট ওআরজি হলো ডাটা খরচ ছাড়াই নির্দিষ্ট কিছু কনটেন্ট ব্যবহারের নতুন একটি ধারণা। যেখানে জিরো ফেইসবুক আর জিরো উইকিপিডিয়ার সাথে কনটেন্ট সেবাদাতাকে যুক্ত করে ইন্টারনেট সেবা দেয়া হয়।
বাংলাদেশে এ প্রকল্পে প্রথমসারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে পাওয়া যাবে।
পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে। ওআরজি অ্যাপ ও কম্পিউটারে কোন ডাটা খরচ ছাড়াই বিনামূল্যে এসব ওয়েবসাইট ও কনটেন্টের বিস্তারিত পাওয়া যাবে।
বাংলাদেশে ফেইসবুকের এই প্রকল্পটিতে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি।
ডাউনলোড করুন Internet.org