স্মার্ট ফোন ব্যাবহার করতে করতে একেবারে ইস্মার্ট হয়ে গেছি , যে যাই জিজ্ঞেস করুক ইস্মার্ট ফোন এর সাহায্যে উত্তর দেই। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে, বল তো আমার উচ্চতা কতো? আপনি কি করবেন? কেউ যদি জিজ্ঞেস করে এখান থেকে ওই গাছটার দূরত্ব কতো? কি বলবেন? 10Son এর কোন কারন নাই, এই কাজ গুলাও এখন আপনার ইস্মার্ট ফোনেই করবে।
কাজের কথাঃ
একটা অ্যাপ্সের সাহায্যে আপনি অনেক কিছু করতে পারবেন। অ্যাপ্সটার নাম হল “Smart Tools”, অ্যাপ্সটির দাম $2.51 তবে আমি ফ্রী দিচ্ছি। কেউ যদি চিনে থাকেন তাহলে চুরের মতো পিছনে চলে যান আর নতুনদের সামনে আসতে দিন ।
এই হল অ্যাপ্সটার চেহারা, এখন এটা দিয়ে যা যা করা যায় তার লিস্ট।
- Length, Angle, Slope, Level, Thread
- Distance, Height, Width, Area
- Compass, Metal detector, GPS
- Sound level meter, Vibrometer
- Flashlight, Magnifier, Mirror
এবার কাজ গুলোর কিছু নমুনা দেখুন।
কি বুঝলেন? মাপা যাবে মেয়েদের উচ্চতা? দয়া করে কেউ সত্যি সত্যি মাপতে যাবেন না, তাহলে মাইরটা আমারই খাইতে হবে
বর্ণনা দিয়ে কষ্ট করলাম না, স্ক্রীনশট দেখেই বুঝে নিন কেমন কাজ করবে জিনিসটা। আমার কাছে সেইরকম লেগেছে, তাই বলছি ডাউনলোড করে দেখুন।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার নিয়ম :-
কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন।