নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের ফেইসবুক এক্যাউন্ট দুই দিন বন্ধ রেখে, খুলে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
এবিষয়ে টুইটারে তিনি অভিযোগ করেছেন, ‘যখনই ‘স্টুপিড’ ইসলামী মৌলবাদীরা আমার কোনো পোস্ট নিয়ে অভিযোগ তোলে, তখনই ‘স্টুপিড’ ফেইসবুক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্ট ডিসঅ্যাবল করে দেয়।’
তিনি বলেন, ‘ইসলামী মৌলবাদীদের ‘চাপে’ ফেইসবুক কর্তৃপক্ষ ওই পদক্ষেপ নিয়েছিল।’
গত মঙ্গলবার এক টুইটারে তসলিমা নাসরিন জানান, তার ফেইসবুক অ্যাক্যাউন্ট দুই দিন বন্ধ। এরপর বুধবার রাতে আরেক টুইটে তিনি অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবর নিশ্চিত করেন।
বর্তমানে ভারতে অবস্থানরত তসলিমা গত ১৩ এপ্রিল রাতে এক টুইটে ফেইসবুক কর্তৃপক্ষের ওই পদক্ষেপের বিষয়টি জানান।
তসলিমার নামে খোলা বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট সচল থাকেলেও বুধবার পর্যন্ত তার নিজের অ্যাকাউন্টটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এক টুইটে তসলিমা দাবি করেন, ফেইসবুকে তার বন্ধুর সংখ্যা ৫ হাজার। এছাড়া ফলোয়ার ৭৪ হাজারের বেশি।
তসলিমা নাসরিন মৌলবাদীদের হুমকিতে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন।