প্রথম সারির টেক জায়ান্ট প্রতিষ্ঠানের মধ্যে অবশ্যই এলজি রয়েছে। এলজি স্মার্টফোন তৈরি করে বাজারে বেশ সাড়া ফেলেছে। তাই এবার এলজি বাজারে আনছে উইন্ডোজ স্মার্টফোন।
এলজি ভিডাব্লিউ৮২০ মডেলটি প্রথম উইন্ডোজ ফোন হিসেবে বাজারে আসছে। এলজি এর উইন্ডোজ ফোনের তথ্য নিওউইন ডটনেট তাদের প্রতিবেদনে তুলে ধরেন। ভেরিজন ওয়্যারলেস এর মাধ্যমে এলজি ভিডাব্লিউ৮২০ বাজারে আসবে।
তবে স্মার্টফোনটির বিস্তারিত তুলে ধরা হয় নাই। প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনটিতে থাকছে ৪.৭ ইঞ্চি এফডাব্লিউভিজিএ পর্দা। কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে যোগ হবে ১ জিবি র্যাম। উইন্ডোজ ৮.১ নিয়ে আসছে এলজি এর উইন্ডোজ ফোন।
তবে ফোনটি সর্ম্পকে এলজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।