সালাম সবাইকে, আশা করি ভাল আছেন।
আমি এই সফটওয়্যারটি গত ৪/৫ মাস থেকে ব্যবহার করছি।ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
আমার মত যারা একটু না বেশি অলস তাদের খুব কাজে দিবে :mrgreen: ।
দেখে নিন কি কি আছেঃ
#এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে আপনি আপনার অ্যান্ডয়েড স্মার্টফোন দিয়ে পিসি নিয়ন্ত্রন করতে পারবেন(মাউস হিসাবে)।
#গেমস খেলার জন্য জয়স্টিক/গিয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন।
#পিসিকে প্রোজেক্টর হিসাবে ব্যবহার করতে পারেবন।
# মিডিয়া প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন।
# USB ক্যাবলের পরিবর্তে ওয়াইফাই দিয়ে আপানার স্মার্টফোনের ফাইল পিসি দিয়ে অ্যাকসেস করতে পারবেন।
#ঠিক একিভাবে পিসির ড্রাইভ গুলা আপনার স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন( পিসির ফাইল আপনার ফোনে সেভ করতে পারবেন)।
# অ্যান্ডয়েড স্মার্টফোনকে কিবোর্ড হিসাবে ব্যবহার করতে পারবেন।
#রেমোট ডেক্সটপ হিসাবে ব্যবহার (আপনার অ্যান্ডয়েড স্মার্টফোনে পিসির ডিসপ্লে দেখা যাবে)।
#আপনার অ্যান্ডয়েড স্মার্টফোনে যেকোনো লেখা পিসির ক্লিপ বোর্ড এ ট্রান্সফার করতে পারবেন,মানে ওই অপশনে লেখা টাইপ করে সেন্ড করলে,আপনি কি বোর্ড থেকে ctrl+v চাপলেই লেখাটি পেয়ে যাবেন ।
#আরো অনেক কিছু আছে,সব লিখলে শুধুই লেখা দীর্ঘ হবে (আপনারা সব অপশন সময় নিয়ে ঘেঁটে দেখবেন 8-) )
প্রথমে ডাওনলোড পর্বঃ
>>অ্যান্ডয়েড
অ্যান্ডয়েড ফ্রি ভার্সন লিঙ্ক (অ্যাড গুলা খুব জ্বালাতন করে)
অ্যান্ডয়েড VIP ভার্সন প্লে স্টোর লিঙ্ক (যারা মিস্টার Jiang Lei কে টাকা দিতে চান, তারা MC/VC/GWallet দিয়ে কিনতে পারেন )
অ্যান্ডয়েড ভার্সন VIP ভার্সন লিঙ্ক (copy.com ডাইরেক্ট লিঙ্ক,যারা ৩ ডলার আয় করতে চান (১ টাকা বাঁচানো মানে ১ টাকা আয় করা)
>>আইফোন
আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোর লিঙ্ক
>>উইন্ডোস মোবাইল
>>উইন্ডোস পিসি
পিসির হোস্ট সফটওয়্যার ( সবার জন্য ফ্রি)
আর লিনাক্স/ম্যাক ব্যবহারকারীদের জন্য গুগোল মামায় যথেষ্ট।
###VIP ভার্সন এর ক্ষেত্রে শুধু অ্যান্ডয়েড এর ভিআইপি আছে,বাকি আইফোন এবং উইন্ডোস মোবাইল ব্যবহারকারীরা গুগোল মামার সাহায্য নিন##
এবং পিসিকে ওয়াইফাই জোন/হটস্পট বানানোর জন্যঃ
>>উইন্ডোস পিসি
আপনারা চাইলে যেকোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন,যেমন- connectivity,mypublicwifi ইত্যাদি
অথবা আপনার পিসিতে জনপ্রিয় সফটওয়্যার “share it” থাকলে, receive option চালু করে এবং মিনিমাইজ করে রাখুন(হটস্পট হয়ে যাবে,১০০% পরিক্ষিত)
অথবা উইন্ডোস এর cmd দিয়েও পিসিকে ওয়াইফাই জোন/হটস্পট বানানো যাই(টিটিতে সার্চ করুন)
তবে আমি Recommend করবো mypublicwifi সফটওয়্যার টি ব্যবহার করতে।
এইখান থেকে ডাওনলোড করুন (copy.com ডাইরেক্ট লিঙ্ক)
আর লিনাক্স/ম্যাক ব্যবহারকারীদের জন্য গুগোল মামায় যথেষ্ট
এইবার নিচের স্ক্রীনশর্ট দেখে সেটাপ করে নিন-
১)
পিসিকে ওয়াইফাই জোন/হটস্পট বানানোর আমি “mypublicwifi” সফটওয়্যারটি ব্যবহার করেছি।
Network Name-যেকোনো নাম আপনার ইচ্ছা
Network Key-কমপক্ষে ৮ অক্ষর এর পাসওয়ার্ড
Internet Share করতে চাইলে ঠিক দিতে মোডেম সিলেক্ট করে নিন।
এবং Start Hotsopt এ ক্লিক করে মিনিমাইজ করে রাখুন
৩)
আপনার স্মার্ট ফোনে “wifi” চালু করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন।
৪)
অ্যান্ডয়েড ভার্সন VIP ভার্সন
ইন্সটল দিন “আশা করি সবাই ডলার দিয়ে কিনবেন :mrgreen: :mrgreen: “
“scen” করলে Hotsopt পিসিটি পাওয়া যাবে
###প্রতিবার চালু কারার সময় আগে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিবেন তা না হলে স্কেন করলে পাবে না
( আর সব সময় এক পাসওয়ার্ড থাকেলে/পাসওয়ার্ড পরিবর্তন না করলে লাগবে না)
৬)
সব অপশন এর বিবরণ দিলাম না, কারণ উস্তাদ লোকেরা টিপিতে আসে :-P :-P ।
৭)
Desktop Remote- পুরো পিসির display আপনার মোবাইলে, অক্ষর ছোট মনে হলে “display resolution” কমিয়ে দিবেন।
৮)
আর গেম খলতে চাইলে “XBOX 360 Controller” এ ক্লিক করে একটি ফোল্ডার পাবেন,ফোল্ডার এ রাখা সব ফাইল কপি করে,আপনার কাঙ্ক্ষিত গেম এর ফোল্ডার এ পেস্ট করে দিবেন,আর আপনার গেম এর ধরন অনুযায়ী অ্যান্ডয়েড অ্যাপ এর অপশন থেকে সিলেক্ট করে গেম খেলতে পারবেন-গেম এর ব্যাপারে আমার জ্ঞান “ভাইস সিটি” :roll: পর্যন্ত, তাই এই ব্যপারে বিস্তারিত বলতে পারলাম না।
আপনারা সব অপশন সময় নিয়ে ঘেঁটে দেখবেন,
##কেউ কপি-পেস্ট করলে লিঙ্ক দিবেন
কোন ভুল হলে ক্ষমা করবেন।
আজ এই পর্যন্ত
লেখাটি এখানে প্রথম প্রকাশিত
ফেসবুকে আমি
বাংলা ব্লগ
টিউন ভাল লাগলে কৃতজ্ঞতা স্বরূপ আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন
………………
ধন্যবাদ