আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আপনারা যারা iOS ব্যাবহারকারি তাদের জন্য এই পোস্ট। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
iOS ডিভাইসের লাইটনিং ক্যাবলটি বেশ নরম হওয়ার কারনে প্রায় সকলেরই কেবলটি খুব সহজে ছিড়ে যাওায়া বা নষ্ট হওয়ার বিপাকে পড়তে হয়।আথচ খুব সহজ একটি ট্রিক ইউজ করে আপনারা iOS ডিভাইসের লাইটনিং ক্যাবল ছিড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন।
এজন্য আপনার একটি স্প্রিং লাগবে শুধু যেটা আপনি বাজারে যে কোন টিপটপ কলমের মধ্যে পেয়ে যাবেন আশা করি
স্প্রিংটি সংগ্রহ করে লাইটনিং কেবলের চার্জিংপ্রান্তে স্প্রিংটি আো করে পেচিয়ে পেচিয়ে ক্যাবলটিকে জড়িয়ে রাখুন।স্প্রিং করার কারনে আপনার iOS ডিভাইসের লাইটনিং ক্যাবলের চার্জিংপ্রান্তে আগের মতো আর চাপ পড়বে না ফলে আপনি দীর্ঘদিন ক্যাবলটি ব্যাবহার করতে পারবেন।
স্প্রিংটি কিভাবে ব্যবহার করবেন আরও ভালো ভাবে বুঝতে চাইলে ভিডিওটি দেখুন
আইফোন নিয়ে করা আমার আগের টিউনগুলো দেখতে চাইলে ক্লিক করুন নিচে দেয়া শিরোনামেঃ
২. অ্যাপস্টোর থেকে জেনুইন ভাবে পেইড অ্যাপস কীভাবে ফ্রীতে ডাউনলোড করবেন।
৩. মাত্র এক মিনিটেই ব্যাকআপ রাখুন আপনার আইফোনের সব কন্টাক্ট নাম্বারের।
আইফোন রিলেটেড নানা বিষয়ের আপডেট ফেসবুকে পেতে আমাদের আইফোন টিপস পেজে লাইক দিতে পারেন।
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। এই কামনায়………………………………………………………………….আল্লাহ্ হাফেয