বাংলাদেশ ক্রিকেটকে কটূক্তি করা এবং পাশাপাশি দেশের ইতিহাস বিকৃত করার কারনে ১৬ মার্চ রোববার থেকে ভারতে সাইবার হামলা শুরু করেছে বাংলাদেশী হ্যাকাররা। উল্লেখ্য যে, গতকাল বাংলাদেশ এবং ভারত কোয়ার্টার ফাইনাল খেলাতে আম্পায়ার এবং আইসিসির পক্ষপাতে ভারত জয় পায়। এই ধারাবাহিকতায় বাংলাদেশী black hat hackers আজ সন্ধ্যার পর থেকে ভারতের ১০টি বড় ব্যাংকের অনলাইন সাইট ডাউন করে দিয়েছে। সাইটগুলো হল:
- indian-bank.com
- indianbank.in
- indianbank.org
- saptagirigrameenabank.in
- www.indbank.com
- www.indian-bank.com
- www.indianbank.in
- www.indianbank.org
- www.puduvaibharathiargramabank.in
- www.saptagirigrameenabank.in
বাংলাদেশী হ্যাকাররা একের পর এক সাইবার হামলা চালাচ্ছে এবং এই সাইবার হামলা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওরা অফিসিয়ালি ক্ষমা না চাইবে ।
এ লক্ষ্যে ফেসবুকে একটি ইভেন্ট পেজ (https://www.facebook.com/groups/devil.zone8/) খুলেছে দেশী হ্যাকাররা। সাইবার যুদ্ধে অংশগ্রহন করতে চাইলে যোগ দিতে পারেন এই গ্রুপে।
baal chire nea6o 2mra bangladeshi ra….