আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েব প্রোগ্রামার হিসেবে দাখিল করতে চান তাহলে আপনি PHP বেছে নিতে পারেন। আর একবার যদি PHP ভাল করে বুঝে উঠতে পারেন তাহলে আপনাকে আর পায় কে?? তার উপর রয়েছে PHP দিয়ে সফটওয়ার তৈরি করার সুবিধা। আরো আছে… আপনি যদি একজন কন্টেস্ট প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে ও আপনি PHP কে বেছে নিতে পারেন। তার পর শিখতে থাকুন PHP। ধন্যবাদ সবাইকে।
পিএইচপি কি?
পিএইচপি (PHP:Hypertext Preprocessor ) একটা সার্ভার সাইড, ক্রস প্লাটফর্ম,HTML-embedded স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।পিএইচপি এর বেশিরভাগ syntax গুলো C,Perl,Java থেকে ধার করা।এই ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ওয়েব পেজ দ্রুত তৈরী করা ডাইনামিকালি।
পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার:
১. এইচটিএমএল
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।
কি কি সফটওয়ার প্রয়োজন ?
যেসব ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট করে সেখানে hosting(জায়গা) নিতে হবে।এ জন্য টাকা গুনতে হবে।
আপাতত শেখার জন্য আমরা নিজের কম্পিউটারেই ওয়েব সার্ভার ইনস্টল করে নেব।এ জন্য নিম্নোক্ত সফটওয়ারগুলি ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে।
সার্ভার সফটওয়ার
১.একটা পিএইচপি-compitable ওয়েব সার্ভার যেমন: এপাচি
২.পিএইচপি
ক্লাইন্ট সফটওয়ার
১.ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স (এটাতো সবার ইনস্টল দেয়াই আছে)
২.একটা টেক্সট এডিটর যেমন:নোটপ্যাড।আপনি পিএইচপি এর জন্য Specialized এডিটরও ব্যাবহার করতে পারেন।পরে বিস্তারিত আসছি।