অ্যাপলের নতুন ম্যাকবুকটি অত্যন্ত পাতলা এবং হালকা। ফলে ল্যাপটপটির ইউএসবি ক্যাবল ও পোর্টেও আনতে হয়েছে পরিবর্তন। আর এটা করতে গিয়ে বলতে গেলে প্রচলিত ইউএসবি পোর্টের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে অ্যাপল!
১৩.১ মিলিমিটার পাতাল ম্যাকবুকে যুক্ত করা হয়েছে ইউএসবি-সি (USB-C)।
প্রচলিত ইউএসবি ক্যাবলের চেয়ে এটি অনেক ছোট ও সরু কিন্তু পারফরমেন্স অনেক ভালো।
প্রচলিত ইউএসবি ক্যাবলের তিনভাগের এক ভাগ এই USB-C। আর সংযুক্ত করতে উপর নিচ কোনো সমস্যা নয়। চোখ বন্ধ করে লাগাতে পারবেন।
এর ডাটা ট্রান্সফার গতি সর্বাধুনিক ইউএসবি ৩.০ এর চেয়ে বেশি। যেখানে USB 3.0 এর গতি 5GBps সেখানে ইউএসবি-সি USB 3.1 সমর্থন করে ফলে গতি হবে 10GBps পর্যন্ত।
এছাড়া ইউএসবি ক্যাবল দিয়ে ফোন, ল্যাপটপ বা অন্য ডিভাইসও চার্জ করতে পারবেন।