ভিডিও এডিটিং করতে হলে কিছু বিষয়ে জানা একান্ত জরুরী। আজ সেসব কিছু বিষয় জানানোর চেষ্টা করবো।
শুরুতে মূল টপিকগুলো জেনে নেই।
১, Bin
২, Timeline
৩, Effect
৫, Sequence
Bin
*Bin
Capture করা অডিও- ভিডিও কে সাধারণত প্রথমে Software এর যে খানে আনা হয় তার নাম Bin. Bin এর ভেতরে Sequence, Effect এবং আরো কিছু থাকতে পারে ।
Timeline
*Timeline
Bin এর পরে অডিও-ভিডিও যেখানে নেয়া হয় তার নাম Timeline, অডিও- ভিডিও কে সরাসরিও Timeline এ আনা যায়। আর Timeline-এই আমরা ভিডিও এডিটিং এর প্রধান বা সকল কাজ করে থাকি ।
Effect
*Effect
আমরা ভিডিও এডিটিং করার সময় কিছু কিছু Effect ব্যবহার করি। এতে ভিডিও দেখতে এবং শুনতে ভালো লাগে। এছাড়া Effect এর ভেতর কালার ফিল্টার, Title, অডিও ফিল্টারও থাকে।
Sequence
*Sequence
আমরা কাজের সুবিধার জন্য Timeline কে নানা ভাগে ভাগ করি,এই ভাগই হল Sequence. এর ফলে কাজের ঝামেলা কম হয় এবং গল্প বা কাজের পরিবর্তনগুলো বুঝতে সহজ হয়