hamimrafi711
আমি অতি সামান্য জিবনযাপন পচন্দ করি।
Latest posts by hamimrafi711 (see all)
- ইমেজ প্রোপারটিস ছোট বড় করুন অনলাইনে. - 22/02/2015
- আপনার কম্পিউটার অথবা লেপটপকে বানিয়ে ফেলুন ওয়াই ফাইহস্টপট !! - 22/02/2015
কেমন আছেন সবাই,
অনেকদিন পরীক্ষার কারণে কোন টিউন আপনাদের উপহার দিতে পারিনি। পরীক্ষা বেশ কিছু দিন আগে শেষ হলে অন্য একটু কাজে ব্যস্ত থাকার কারণে সময় করে উঠতে পারিনি।তো আজ থেকে আবার নিয়মিত টিউন নিয়ে হাজির হবে যদি মহান সৃষ্টি কর্তার কৃপায় সুস্থ্র থাকি আর আপনারা পাশে থাকেন।
আজকের টিউনটা যারা অনলাইনে বেশি ঘাটাঘাটি করেন তাদের দরকার না ও হতে পারে।তবে অনেকে আছেন যারা ছবির কাজ ফটোশপে ভালো পারেন না বা পারলে ও আপনার শুধু দরকার ছবির প্রোপারটি কামনো বাড়ানো তাদের জন্য এই টিউটনি বেশ কার্যকরী। চলুন শুরু করি।
প্রথমে আপনি এই লিংকে যান পেজ লোড হওয়ার পর দেখবেন নিচের মত একটা পেজ আসবে ( ছবি ছাড়া)। আমি পেজটার স্ক্রিন সট নিয়ে এডিট করেছি আপনাদের বুঝানোর জন্য।যই হোক এইটুকু নিজেরো বুঝে নিবেন।
লক্ষ্য করুন ১ নাম্বার মার্ক করা অপশন থেকে আপনার কাঙ্খিত ইমেজটাকে আপলোড করুন।এবার ২ নং অপশনটা খেয়াল করুন।এই অপশনটাই মেইন।আপনি এটার হার যত বাড়াবেন আপনার কাঙ্খিত ইমেজের প্রোপারটিস সেই হারেকমে যাবে।আর আপনি এটার হার যত কমাবেন আপনার কাঙ্খিত ইমেজ প্রোপারটি সেইহারে যাবে।
ইমেজ প্রোপারটিস ছোট বড় করুন অনলাইনে |
এখন সর্বশেষ অপশন ৩ এ অথ্যাৎ Compress Now তে ক্লিক করলে আপনার কাঙ্খিত ইমেজটি বাম পাশের ঘরে পেয়ে যাবেন। দুটো ছবির প্রোপারটিস দেখে নিতে পারেন। নিচে প্রোপারটিস দেখা যাবে। সর্বোশেষ ইমেজটি ডাউনলোড করে নিন। আজ এই পর্যন্ত । সবার সুস্থ্যতা কমানা করে শেষ করলাম। ধন্যবাদ।
priyo vai valo post