Latest posts by Nymur_Lekhon (see all)
- ৯ ডলারে কম্পিউটার - 09/05/2015
- ১৩৭% বেড়েছে শিশু যৌননিপীড়নের ছবির ওয়েবপেজ - 18/04/2015
- ৭টি টিপস জেনে নিন আপনার পিসির গতি বাড়াতে - 07/04/2015
কম্পিউটারের ডিভিডি রম নষ্ট থাকলে অপারেটিং সিস্টেম ইন্সটল করা বেশ ঝামেলার একটি কাজই বটে। তবে কৌশল জানা থাকলে বিকল্প উপায়ে ডিভিডি রম ব্যবহার না করেই অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইন্সটল করা সম্ভব। এ জন্য প্রয়োজন একটি পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড।
কিভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে অপারেটিং সিস্টেম বুটেবল করতে হয় এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হলো।
প্রথমে এ লিংক থেকে রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা শেষ হলে সফটওয়্যাটি ক্লিক করে ওপেন করতে হবে।
তারপর কম্পিউটারের পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডটি প্রবেশ করতে হবে। সফটওয়্যারটির উপরে device অপশনে দেখা যাবে পেনড্রাইভ সম্পর্কে তথ্য।
যে পেনড্রাইভটির বুটেবল করা হবে সেটিতে কোন জরুরী ফাইল থাকলে তা আগে সরিয়ে দিতে হবে।
এরপর create a bootable disk using অপশনটি ডান পাশে ক্লিক করে কম্পিউটরে থাকে অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি নির্ধারণ করে দিতে হবে।
এরপর “start” এ ক্লিক করতে হবে।
তাহলে শুরু হয়ে যাবে বুটেবল করার প্রক্রিয়া, সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে ১০-২০ মিনিট সময় নিবে। এরপর কাজ শেষ হলে “done” লেখা উঠবে।
তাহলে বুটেবল পেনড্রাইভ তৈরী হয়ে যাবে। এটি দিয়ে ডিভিডি রম ছাড়াই ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইন্সটল করা যাবে।