কিছু দিন থেকে আমার PC চলতে চলতে হঠাৎ করে COMPUTERএর ভিতর থেকে একটা শব্দ আসছে ( ক্রীরররররররররর) এবং সেই সময়ই হ্যাং করে সব দাড়িয়ে যাচ্ছে , এটা ৩-৪ সেকেন্ডের জন্য তারপর আবার সব ঠিক চলছে। আগে দিনে ৫-৬ বার হতো এখন দেখছি ৫-৪ মিনিট পর পরই হচ্ছে। ক্যাবিনেট খূলে চালিয়ে দেখেছি , শব্দটা মাদারবোর্ডের থেকেই আসছে, কিন্তু ঠিক LOCATION টা DETECT করতে পারছি না। কিছুটা CPU এর পাশ থেকে মনে হয়( CPU FAN কিন্তু ঠিক চলছে)। PLEASE একটু HELP করুন
ধন্যবাদ, করে দেখবো
apnar ram and prossesor ar kuling fan khula poriskar kore abar lagan. . .asa kore kaj hobe. . .ami same problam a chilam.
RAM এবং FAN পরিষ্কার করে লাগানোর পর দেখলাম হার্ড ডিস্ক থেকে শব্দটা আসছে। এখন আমার প্রশ্ন হোলো এই হার্ড ডিস্ক টা WARRANTY PERIOD এর মধ্যে আছে, এটা কি SEAGATE COMPANY চেঞ্জ করে দেবে। কি ভাবে যোগাযোগ করবো, দয়া করে জানাবেন।