আমার অনেকে আছি Computer দিয়ে ভালো করে বাংলা লিখতে পারি না।ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলে বাংলা লিখতে অনেকের সমস্যা হয় । এমনকি অনেকে বাংলা লিখতেই পারেন না।এমন সম্যায় আমি ও বার বার পড়েছি।
অফিস সংক্রান্ত কাজে অনেক সময় আবার বাংলার প্রয়োজন পড়ে তখন এম এস ওয়ার্ডে Sutony Mj, Soloyman Lipi ইত্যাদি সিলেক্কট করে দিলেও অনকে সময় ঠিকমত কাজ করে না।
তবে অনেক ঘাটাঘাটির পর আমি একটা ভালোমানের সফটওয়্যার পাই যার মাধ্যমে খুব সহজে যে কোন জায়গায় বাংলা লিখতে সক্ষম হয়েছি। মাত্র ১ টা কমান্ডে বাংলা ইংরেজি সেঞ্জ হয়।হয়ত অনেকের কাছে এইট আছে।তবে এমন অনেকে আছেন যারা বাংলা লেখার সমস্যায় এখনো পড়ে আছেন তাদের জন্য আমার এই টিউন।
আগে সফটওয়্যারটি নামায় নেন নিচ থেকে।
ডাউনলোড করে নিন কম্পিউটারে বাংলা লেখার সব থেকে সেরা সফটওয়্যার |
এবার ইন্টল করুন স্বভাবিক software এর মত করে।আপনি যদি বাংলা লিখতে চান তাহলে যেখানে বাংলা লিখবেন মানে এটা হতে পারে আপনার ফেসবুক প্রফাইলে, এম এস ওয়ার্ডে বা অন্য কোথাও তবে আপনার কী বোর্ড থেকে প্রেস করুন
বাংলার জন্য Ctrl+Alt+V
আবার ইংরেজীর জন্য Ctrl+Alt+V প্রেস করলেই হবে।
বি:দ্র: যদি দেখেন এম অসতেছে না তবে Bijoy Ekushe এর আইকনের উপর মাউসের Right Button ক্লিক করে Option এ ক্লিক করে লেঅউট থেকে কাস্টমাইজ করে সেট করে নিতে পারবেন।
ডাউনলোড করে নিন কম্পিউটারে বাংলা লেখার সব থেকে সেরা সফটওয়্যার |
আশাকরি এই সফটওয়্যারটি আপনার বাংরা লেখার জন্য ১০০ কাজ করবে এবং সবথেকে সহজ পদ্ধতিতে।
কোন প্রকার সমস্যার জন্য কমেন্ট বক্স ইউজ করুন।ধন্যবাদ সবাইকে
এই টিউনটি প্রথম লিখছিলাম এখানে
font ki ektai ache naki onek ache ???