সম্প্রতি স্পেসএক্স নামের যুক্তরাষ্ট্রের একটি প্রাইভেট স্পেস ট্রান্সপোর্ট কোম্পানি ২০১৩ সালে এযাবৎকালের সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। জানা গেছে, ফ্যালকন ৯- হেভি নামের এই রকেট ব্যবহার করে মহাকাশ স্টেশনে রোবোটিক কার্গো পাঠানো যাবে। খবর বিবিসি অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন এই রকেটটি ৫৩ টনেরও বেশি লোড নিতে পারবে যা যে কোনো মহাকাশযানের অন্তত দ্বিগুণ।
স্পেসএক্স সিইও এলন মাস্ক জানিয়েছেন, রকেটটি মহাশুন্যে মানুষ পাঠানোর মতো উপযোগী করেই যথেষ্ট নিরাপদভাবে নির্মিত। এমনকি নাসার হিউম্যান রেটিং-স্ট্যান্ডার্ড মেনেই নকশা করা।
এলন মাস্ক আরো জানিয়েছেন, ৭০ মিটার লম্বা এই রকেটটি আরো উচ্চাকাংখী মিশন নিয়ে স্পেস স্টেশনে যেতে পারবে।
খবর bdnews24 এর।
টিউনটি দারুন হয়েছে
rocket dekhe voi pelam
Aree voy paiyen nah,,,,, ami achi nah . :)