বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি ভবনে আয়োজিত এ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এরই অংশ হিসেবে ফ্রিল্যান্সার তৈরির এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
২০১৬ সালের মধ্যে ৫৫ হাজার নতুন ফ্রিল্যান্সার তৈরির প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘লার্নিং অ্যান্ড আর্নিং : আত্মনির্ভরশীলতায় নতুন সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি যাত্রা শুরু করেছে।
বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং প্ল্যাটফর্ম ওডেস্ক-ইল্যান্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন প্রকল্পটির পরামর্শক হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি। মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার, এলআইসিটি (লিভরেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স) প্রকল্পের যোগাযোগ পরামর্শক অজিত কুমার সরকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহম্মদ খান কর্মশালায় উপস্থিত ছিলেন।