সালাম ও শুভেচ্ছা টিউনার পেজ এর সকল টিজে ও পরিদর্শক গন কে । কেমন আছেন সবাই এই হেমন্তের মধু ঝরা দিনে ? আশা করি ভাল আছেন ।
আমি আজ একটি সাহায্য চাই আপনাদের থেকে ,
আমার ব্লগ সাইট এর জন্য একটি MP 3 প্লেয়ার প্রয়োজন । যা সব ধরনের ব্রাউজার থেকে গান শুনা যাবে ।আমাকে প্লেয়ার টির < HTML >কোড দিলেই হবে , আমি ইন্সটল করে নিতে পারব ব্লগ সাইট এ ।
এবং আমার পছন্দ মতো গান শুনাতে হলে , মানে আমার কম্পিউটার এ সেভ করা বা আমার সংগ্রহে থাকা Mp 3 গানটি কি ভাবে সেই প্লেয়ার এ অ্যাড করব ? এবং তা যে কেউ যেন শুনতে পারে ব্লগ এ পরিদর্শন করা মাত্র অটো প্লে হবে ।
আমার পছন্দের গান এর < Html > কোড কি করে তৈরি করব তার একটি সঠিক সমাধান আশা করি দিবেন । ধন্যবাদ , ভাল থাকবেন , শুভ কামনা রইল ।
আর অটো ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চাইলে এটি পড়ে দেখতে পারেন – http://for-tech-lovers.blogspot.com/2011/11/how-to-add-autoplay-background-music-on.html
অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই
সময় নষ্ট না করে এই আমার লিখা এই পোস্টটি পড়ুন। http://for-tech-lovers.blogspot.com/2011/11/how-to-upload-mp3-song-with-music.html
ধন্যবাদ শাকিল ভাই ….
ভাই কাজ হইছে কিন্তু অত প্লে হয় না