সালাম সবাইকে। আমার মত যারা নিজের প্রিয় তারকাদের নানান মজার খবর রাখতে পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি অ্যাপ নিয়ে আজকে লিখতে বসেছি। ভোক্তাদের সুবিধা দিতে মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান একের পর এক নতুন প্রযুক্তি তৈরি করে চলেছে। মানুষের জীবনকে কিভাবে আরও সহজ করা যায় সে কাজে সার্বক্ষণিক ব্যস্ত তারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তৈরি করেছে সেলিব্রিটিদের সম্পর্কে সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য নতুন একটি অ্যাপ।
এ অ্যাপের নাম দেয়া হয়েছে, ‘স্নিপ৩টি’। অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীরা তারকাদের সম্পর্কিত নিউজ, ভিডিও ও ছবিসহ নানা বিষয়ে সার্বক্ষণিক আপডেট থাকতে পারবে।
পছন্দের তারকা সম্পর্কে জানতে বর্তমানে নানা মাধ্যম রয়েছে। তবে নতুন এ অ্যাপ মানুষকে আরও বেশি তথ্য দেবে।
অ্যাপটি এখন শুধু আইওএস ভিত্তিক ফোনে ব্যবহার করা যাবে। তবে কর্তৃপক্ষ শুধুমাত্র আইওএস ভিত্তিক ফোনের জন্য তৈরি করেছেন কিনা সেটি স্পষ্ট নয়।