টিপি’স ক্যুইজ – ২০ এর উত্তর |
টিপি’স ক্যুইজ – ২০ এর বিজয়ী |
প্রশ্ন : মনে করুন, একটি সাইকেলের গতি ঘন্টায় ৩৫ কি.মি. যেতে পারে এবং একটি ট্রাকের গতি ঘন্টায় ৮০ কি.মি. যেতে পারে। দুটিই একই স্থান হতে সরল একটি রাস্তায় এক সাথে যাত্রা শুরু করে ৩ ঘন্টা পর নির্দিষ্ট স্থানে একই সময়ে এসে পৌছাল। এটা কিভাবে হয়েছে?সঠিক উত্তরঃ সাইকেলটি ট্রাকের উপরেই ছিল। তাই নির্দিষ্ট স্থানে একই সময়ে এসে পৌছাল। |
নাম : টিজে Sazzad মুঠোফোন নং : 01552505953
|
অভিনন্দন টিজে Sazzad , ক্যুইজ ২০- এর বিজয়ী হয়ে আপনি পেয়েছেন ৫০ টাকার মোবাইল টক টাইম। অতি শীঘ্রই আপনার মোবাইল আপনার প্রাপ্ত উপহার পৌঁছে যাবে। সাপ্তাহিক এই আয়োজনে যে কেউ হয়ে যেতে পারেন বিজয়ী।
এছাড়াও গত পর্বের ক্যুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন তাঁরা হলেন-
- টিজে জি এম পারভেজ@liTu
- টিজে monika
- টিজে Vhorer shishir
- টিজে rednav909
- টিজে moznu
- টিজে shozib
- টিজে sourav
- টিজে mim21
- টিজে rupa
- টিজে ABONISH
- টিজে নয়ন
- টিজে Jabedbd
- টিজে আব্দুল তাহের
- টিজে Dipta Das
- টিজে ms_sumon
- টিজে রাজন
- টিজে tajulit
- টিজে Md.H.A. Foyzul
- টিজে অসমাপ্ত রহস্য
- টিজে megher_chador
- টিজে এস.এম. তারেক
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ – ২০
প্রশ্নঃ এবারের প্রশ্নটা একটু ভিন্ন ধরনের, কিন্তু সহজ। উত্তর রয়েছে আপনার সামনেই। টিউনারপেজ এ প্রতিদিনই নতুন নতুন পোষ্টে হচ্ছে। যারা নিয়মিত ভিজিট করেন, তারা প্রায় সবগুলো পোষ্টই পড়েন, যারা একটু অনিয়মিত তারা একটু কম পড়েন। এখন প্রশ্ন হলঃ গত ১৪/১১/১১ ইং তারিখ সকাল ৮:২৩ মিনিট থেকে ১৭/১১/১১ইং তারিখ বিকেল ৫:২৪ মিনিট পর্যন্ত টিউনারপেজে কয়টি পোষ্ট হয়েছে ???
উত্তর কেউ দেখলে সমস্যা নেই, কারণ লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
উত্তরঃ ?
( বি.দ্র. এ কুইজের উত্তর অবশ্যই এ কুইজের পোষ্টে মন্তব্য করে দিতে হবে। উত্তর দেওয়ার শেষ সময় আগামী ২৫/১১/২০১১ইং তারিখ শুক্রবার রাত ১২:০০টা পর্যন্ত।)
অংশগ্রহণের নিয়মাবলী :
১. টিউনারপেজের সদস্য ছাড়া অন্য কেউ এ ক্যুইজে অংশগ্রহণ করতে পারবেন না। টিউনারপেজের সদস্যপদ লাভ করতে টিউনারপেজে নিবন্ধন করাতে হবে।
২. ক্যুইজের উত্তর দেওয়ার জন্য লগইন করুন। তারপর নিচে এ ক্যুইজের মন্তব্যের ঘরে শুধু উত্তর এবং আপনার মোবাইল নং উল্ল্যেখ করে দিতে হবে। আপনার মোবাইল নং দিতে কোন প্রকার সমস্যা হলে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নং আমাদের মেইল করে দিন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com
৩. সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে নির্ধারণ করা হবে।
৪. একজন যদি অনেকগুলো Fake ID খুলেন সেই ক্ষেত্রে আমরা Trace করতে পারলে আপনাকে ক্যুইজ থেকে সেই সপ্তাহের জন্য বাতিল করতে বাধ্য হব উত্তর সঠিক থাকলেও। কিন্তু পরের সপ্তাহে আবার অংশগ্রহণ করতে পারবেন।
৫.একটি আইডি একাধিক উত্তর করলে সেক্ষেত্রে প্রথমে দেওয়া উত্তরটি গ্রহন করা হবে ।
[এটি টিউনারপেজের নিয়মিত একটি সাপ্তাহিক ক্যুইজ আয়োজন, প্রতি সপ্তাহে একজন বিজয়ী হতে পারেন ক্যুইজের সঠিক উত্তর দিয়ে]
পুরস্কার :
১. পুরস্কার হিসেবে বিজয়ীর জন্য রয়েছে ৫০ টাকার ফ্লেক্সিলোড।
২. ফ্লেক্সিলোড দেওয়ার আগে আপনাকে ফোন করে সঠিক নং টি যাচাই করে নেয়া হবে। আপনার মোবাইল বন্ধ থাকলে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে টাকা না পেয়ে থাকলে ক্যুইজে মন্তব্যের মাধ্যমে দু’দিনের মধ্যে আমাদের জানাতে হবে। অন্যথায়, এর দায়ভার কতৃপক্ষ বহন করবে না।
ফলাফল :
প্রতি পরবর্তী ক্যুইজে আগের ক্যুইজের সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে এবং ফ্লেক্সিলোড পাঠানো হবে। চোখ রাখুন টিউনারপেজে।
আমাদের এই আয়োজনে এখন পর্যন্ত যারা স্পন্সর হয়েছেন
আয়োজনের এখন পর্যন্ত অনেক প্রযুক্তি প্রেমি ব্যক্তিই আমাদের এই ক্যুইজ প্রতিযোগিতায় স্পন্সর হয়ে, আমাদের সহযোগিতা করেন ক্যুইজ পরিচালনা করতে। আপনিও আমাদের এই আয়োজনে স্পন্সর হতে পারেন। আপনি যদি এই আয়োজনের স্পন্সর হতে চান, তাহলে আমাদের মেইল করুন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com আমাদের এই আয়োজনে যারা প্রথম থেকে স্পন্সর হয়েছে, তারা হলেনঃ-
- এলিজা আকবর (১ম স্পন্সর)
- ইখতিয়ার হোসাইন (http://www.e-tech-world.com)
- জামিল হোসেন সিজান (http://www.alokborsho.com)
- মহসিনা আরিফা এ্যানি
- ডিজিটাল টিউনার (এখন চলছে )
আপনাদের জন্য মাসিক টিউনারপেজ ম্যাগাজিনেও রয়েছে ক্যুইজে প্রতিযোগিতা। আপনিও অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আপনার পুরষ্কারটি।
৬৫ টি পোসট হয়েছে
০১৭২৩৭৯৩৫৪৭
65 posts
01677151122
50
01681000335
৬৫ পোস্ট
ম্ব্ল: ০১৬৮৩-132492
৬৫ টি টি পোষ্ট হয়েছে । মোবাইল:01822930832
কোন ধরনের কল অথবা রিচার্জ পাই নাই।
এডমিন এর দৃষ্টি আকর্ষন করছি।কুইজের বিজয়ী হওয়ার আমি এখন পর্যন্ত টিউনারপেজ থেকে কোন রেসপন্স পাই নাই।
ভাই আপনার মেধা এতো খারাব অন্য কোন প্রশ্ন করতে পারলেননা?
৬৫ টি পোস্ট …
+৮৮০১৬৮০৩০৯৪৮৪
গত ১৪/১১/১১ ইং তারিখ সকাল ৮:২৩ মিনিট থেকে ১৭/১১/১১ইং তারিখ বিকেল ৫:২৪ মিনিট পর্যন্ত টিউনারপেজে ৬৫ টি পোষ্ট হয়েছে
মোবাইল নং : ০১৯১৬৩৭২৪১৩