চাঁদপুর জেলা বাংলাদেশের পূর্বে অবস্থিত। অপূর্ব সুন্দর মেঘনা নদীর তীরে এ জেলা অবস্থিত। এটি উত্তরে মুন্সিগঞ্জ এবং কুমিল্লা, দক্ষিণে নোয়াখালী, লক্ষীপুর, বরিশাল জেলা, পূর্বে কুমিল্লা জেলা এবং পশ্চিমে মেঘনা নদী ও শরিয়তপুর এবং মুন্সিগঞ্জ জেলা দ্বারা বেষ্টিত। চাঁদপুর জেলা বাংলাদেশের উল্লেখযোগ্য দুটি নদীর মোহনায় অবস্থিত। পদ্মা ও মেঘনা নদী দুটি চাঁদপুর শহরের কাছে এসে মিশেছে। মেঘনা নদী ডাকাতিয়া নদী, ধোনাগোদা নদী ও মতলব নদীর সাথে যুক্ত।
চাঁদপুর জেলার মানচিত্রঃ
ইতিহাস ঐতিহ্যে সম্বৃদ্ধ চাঁদপুর একটি সম্ভাবনাময় জেলা। মেঘনা-ডাকাতিয়া বিধৌত এই জনপদ যেমন মৎস্য সম্পদে পরিপূর্ণ, তেমনি এর রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য। নদীভাঙ্গন এবং বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগপ্রবন এলাকা হিসাবে এ চাঁদপুর জেলাকে চিহ্নিত করা হয়।
উপজেলাঃ
১। চাঁদপুর সদর।
২। হাজীগঞ্জ।
৩। কচুয়া।
৪। শাহরাস্তি।
৫। ফরিদগঞ্জ।
৬। হাইমচর।
৭। মতলব উত্তর।
৮। মতলব দক্ষিণ।
পত্রপত্রিকাঃ
(মোটঃ২৮টি, এর মধ্যে দৈনিকঃ ১০টি, সাপ্তাহিকঃ ১৩টি, পাক্ষিকঃ ০২টি, মাসিকঃ ০৩টি)
দৈনিক পত্রিকসমূহঃ
০২। দৈনিক চাঁদপুর দর্পন।
০৩। দৈনিক চাঁদপুর জমিন।
০৪। দৈনিক চাঁদপুর প্রবাহ।
০৫। দৈনিক চাঁদপুর সংবাদ।
০৬। দৈনিক আমার চাঁদপুর।
০৭। দৈনিক আলোকিত চাঁদপুর।
০৮। দৈনিক ইলশেপাড়
০৯। দৈনিক চাঁদপুর দিগমত্ম।
১০। দৈনিক মতলবের আলো।
সাপ্তাহিক পত্রপত্রিকাঃ
০১। সাপ্তাহিক দিবাচিত্র।
০২। সাপ্তাহিক রূপালী চিত্র।
০৩। সাপ্তাহিক রূপসী চাঁদপুর।
০৪। সাপ্তাহিক হাজীগঞ্জ।
০৫। সাপ্তাহিক দিবাকণ্ঠ নিউজ।
০৬। সাপ্তাহিক মানব সমাজ।
০৭। সাপ্তাহিক সুদীপ্ত চাঁদপুর।
০৮। সাপ্তাহিক আমাদের অঙ্গীকার।
০৯। সাপ্তাহিক চাঁদপুর কাগজ।
১০। সাপ্তাহিক মতলব কণ্ঠ।
১১। সাপ্তাহিক চাঁদপুর খবর।
১২। সাপ্তাহিক চাঁদপুর সকাল।
১৩। সাপ্তাহিক শাহরাসিত্ম
পাক্ষিক পত্রপত্রিকাসমূহঃ
০১। পাক্ষিক কচুয়া কণ্ঠ।
০২। পাক্ষিক কচুয়া বার্তা।
মাসিক পত্রপত্রিকাগুলোঃ
০১। মাসিক ফরিদগঞ্জ বার্তা।
০২। মাসিক পলস্নীকাহিনী।
০৩। মাসিক হেরার পয়গাম।
এক নজরে জেলাঃ
আয়তনঃ ১৭,৪০৬ বর্গ কিঃমিঃ।
জনসংখ্যাঃ (জনপ্রায়)
মোটঃ ২৬,০০,২৬৩।
পূরুষঃ ১৩,৫৪,৭৩২।
মহিলাঃ ১২,৪৫,৫৩১।
থানাঃ ৮টিঃ-
০১। চাঁদপুর সদর।
০২। হাজীগঞ্জ।
০৩। শাহরাস্তি।
০৪। হাইমচর।
০৫। ফরিদগঞ্জ।
০৬। কচুয়া।
০৭। মতলব দক্ষিণ।
০৮। মতলব উত্তর।
পৌরসভাঃ ৭টিঃ-
০১। চাঁদপুর
০২। হাজীগঞ্জ
০৩। শাহরাস্তি
০৪। ফরিদগঞ্জ
০৫। কচুয়া
০৬। ছেঙ্গারচর
০৭। মতলব
ইউনিয়নঃ ৮৭টি
গ্রামঃ ১৩৬৫টি
সিটি কর্পোরেশনঃ নাই
সরকারি কলেজঃ ০২টি
বেসরকারি কলেজঃ ৪৫টি
পলিটেকনিক ইন্সটিটিউট ০১টি
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজঃ ০১টি
মাধ্যমিক বিদ্যালয়ঃ ২৪৯টি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৭টি
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ ১৯টি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৭৮৬টি
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ঃ ২২৭টি
আনরেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪টি।
কমিউনিটি বিদ্যালয়ঃ ৯৩টি।
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটঃ ০১টি
মৌজাঃ ১০৪১টি
উল্লেখযোগ্য হাটবাজারঃ পুরাণ বাজার, নতুন বাজার,বাবুরহাট বাজার, কচুয়া বাজার, রহিমানগর বাজার, ফরিদগঞ্জ বাজার, রূপসা বাজার, হাজীগঞ্জ বাজার, সুচিপাড়া বাজার, বেগম বাজার, ওয়ারম্নক বাজার, মতলব বাজার, নায়েরগাঁও বাজার, নারায়নপুর বাজার, খাজুরিয়া বাজার, সুজাতপুর বাজার, ঠাকুর বাজার, ছেংগারচর বাজার, সাচার বাজার।
অভ্যন্তরীন যোগাযোগঃ
পাকা রাস্তাঃ ২৮৫কিঃমিঃ
কাঁচা রাস্তাঃ ২,৩৬০কিঃমিঃ
রেলপথঃ ৪১কিঃমিঃ
নৌ-পথঃ ২০৩ কিঃমিঃ
নৌ-বন্দরঃ ০১টি
আদর্শ গ্রাম আদর্শ গ্রাম ৬টি
দর্শনীয় স্থান বড়স্টেশন মোলহেড নদীর মোহনা (চাঁদপুর সদর), জেলা প্রশাসকের বাংলোয় অবস্থিত দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ। চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক হিসাবে পরিচিত ইলিশ চত্বর।
সংসদীয় আসন ০৫টি
শিক্ষা হার ৬৮%
হাসপাতাল
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ০১টি,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ০৭টি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (ICDDR,B) ০১টি(মতলব দক্ষিণ)
মাতৃ মঙ্গল কেন্দ্র ০৩টি
চক্ষু হাসপাতাল ০১টি
বক্ষ ব্যাধী হাসপাতাল ০১টি
ডায়বেটিক হাসপাতাল ০১টি।
রেডক্রিসেন্ট হাসপাতাল ০১টি।
রেলওয়ে হাসপাতাল ০১টি।
বেসরকারি হাসপাতালঃ ২০টি।
বেসরকারি ডেন্টাল ক্লিনিক ৩টি।
ডায়গনিস্টিক সেন্টারঃ ১০৭টি।
এ জেলার বিশিষ্ট ব্যক্তিত্বঃ
- মিজানুর রহমান চৌধুরী(সাবেক প্রধান মন্ত্রী)।
- লে.কর্নেল আবু ওসমান চৌধুরী(৮ নং সেক্টর কমান্ডার)।
- মেজর অবঃ রফিকুল ইসলাম, বীর উত্তম(১ নং সেক্টর কমান্ডার)।
- আঃ মালেক(ইংলিশ চ্যানেল বিজয়ী সাতারু)।
- অশ্বিনী কুমার চক্রবর্তী,
- কবির বকুল, গীতিকার ও সুরকার, টিভি উপস্থাপক, সাংবাদিক।
- ড. মুনতাসীর মামুন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- আবু আলী ইবন সিনা, লেকচারার, শাহজালাল বিশ্ববিদ্যালয়
- সওগাত সম্পাদক নাসির উদ্দিন বেগম
- সম্পাদিকা নূরজাহান বেগম সুরেন্দ্রনারায়ণ চৌধুরী,
- জমিদার, ফরিদগঞ্জ জমিদার বাড়ি
- ড. মাহফুজুল হক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
- অধ্যক্ষ এ ডব্লিউ এম তোয়াহা মিয়া,
- শিক্ষাবিদ আলাউদ্দিন আরিফ,
- সাংবাদিক কামরুল আলম খান,
প্রধান শস্যঃ ধান, পাট, গম, আখ রপ্তানী পণ্য নারিকেল, চিংড়ি, ইলিশ মাছ।
কৃষিঃ ধান, পাট, গম, আখ,আলু, সরিষা, সুপারি, সয়াবিন, মরিচ, শাকসব্জি।
স্মৃতিস্মম্ভ ও ঐতিহাসিক স্থাপনা
অনুষ্ঠান
চাঁদপুর জেলা প্রশাসনের জাতীয় মৎস্য পুরস্কার’২০১১ অর্জন
গুরুত্বপূর্ণ লিংকঃ
জেলা সম্পর্কিত
- এক নজরে জেলা
- জেলার পটভূমি
- ভৌগলিক প্রোফাইল
- শিল্প ও বাণিজ্য
- পত্র পত্রিকা
- খেলাধূলা ও বিনোদন
- যোগাযোগ ব্যবস্থা
- মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
- জন প্রতিনিধি
- উপজেলা ও ইউনিয়ন
শিক্ষা
পর্যটন ও ঐতিহ্য
সবাইকে ধন্যবাদ। সামনে আরও পর্ব নিয়ে আসছি। আপনাদের সামনে। সাথেই থাকুন।
ধন্যবাদ। টিউনারপেজের সাথেই থাকুন। আসবে ইনশাআল্লাহ
ভাই আমাদের ময়মন সিংহ জেলা নিয়ে সামনে একটা টিউন আশা করছি
আমার জেলা চাঁদপুর,আমি চাঁদপুরকে নিয়ে গর্ব বোধ করি।আর আপনার কাছে কৃতজ্ঞ আমি কারন আপনি এত কষ্ট করে চাঁদপুরকে নিয়ে এত সুন্দর একটা টিউন করেছেন।এমনিতেই জেলা নিয়ে আপনার টিউন গুলু অসাধারন এবং মান সম্পন্ন হয়।আপনাকে অশেষ ধন্যবাদ টিউনটি করার জন্য কষ্ট করে।
আর শিরনামে নামটা না দিলে আরো ভাল হইত।
আর আমি কিন্তু আপনার টিউনটি আমার ব্লগে প্রকাশ করব এবং আপনার নামেই প্রকাশ হবে,ভাল থাকবেন।
প্রথমে মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনার ব্লগে প্রকাশ করুন। সমস্যা নাই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আবারও
ভাই দয়া করে বলবেন কি আতাউর রহমান টা কে যার জন্য চাদপুর এত ফেমাস ?
আমাদের সন্মানিত টিজে, জনাব, “আতাউর রহমান” এর নাম উল্লেখ করা হয়েছে। যার অনুরোধে এই পর্বটি প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ।
ধন্যবাদ জি এম পারভেজ ভাই আপনাকে আমাদের চাঁদপুর এ নিমন্ত্রণ ………..
হি হি হি আপানাকে ধন্যবাদ। বনভোজনে যাওয়ার সময় টিপের সবাই সহ যাবো এখন
জেলা তথ্য নিয়ে আপনার পোস্ট গুলো মন্দ হচ্ছেনা । ধন্যবাদ ।
হিঃ হিঃ ধন্যবাদ
ধন্যবাদ পারভেজ ভাই!
মন্তব্যের জন্য ধন্যবাদ
আমার এই জেলার একটা জিনিস খুব ভালো লেগেছে, দু’টি নদীর একসাথে মিলনের দৃশ্য। আর আপনাকেও ধন্যবাদ এত সুন্দর পোস্টের জন্য।
ভাই কি একটু কস্ট করে বাংলায় লিখতে পারেননা? ধন্যবাদ আবারও
একমত।
এই টিউনটি প্রকাশের নেপথ্যে সিংহভাগ কৃতিত্ব “ডিজিটাল টিউনার”ভাইয়ের। আমার পক্ষ থেকে এবং এই টিউনের সকল পাঠকের পক্ষ থেকে উঁনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
পুরো চাদপুর বাসীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ……
:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)
আমার পক্ষ থেকে পুরো চাঁদপুরবাসিকে ধন্যবাদ জানিয়ে দিয়েন
:) :) :) :) :)
চরম, জটিল , ফাটাফাটি পোস্ট !!!!!!!!
ভাই , আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো ……….
খুব কষ্ট করে আমার কথা টি রেখেছেন …….
খুব ভালো হয়েছে …..
আপনাকেও ধন্যবাদ রাহাত ভাই
চালিয়ে যান……………
বুঝতে পারতেসি অনেক কষ্ট করেছেন…………….এবং আপনার কষ্ট সার্থক/………….
ধন্য+++++++++++++++++++++++
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
চমৎকার, ফাটাফাটি, জটিল টিউন জি এম পারভেজ ভাই :) :)
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ফাটাফাটি টিউন । । ।ধন্যবাদ । । । আমার গ্রাম নিয়ে একটু তুলে ধইরেন । । । ।:) :) :)
ধন্যবাদ। কি বলেন এইসব? আপনারটা আপনিই বলেন। যেমন আমি আমার নিজের জেলা দিয়ে শুরু করেছি আরকি।