শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন ।যাই হোক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিবো ফায়ারফক্সের একটি অ্যাড-অন্স এর সাথে ।সেটি হচ্ছে‘স্কোর ওয়াচ‘।
বেশ কিছু ওয়েবসাইট এখন সরাসরি ক্রিকেট স্কোর দেখার সুবিধা দিয়ে থাকে। তবে যারা এসব ওয়েবসাইটে না গিয়ে সরাসরি ব্রাউজার থেকেই ক্রিকেট স্কোর দেখতে চায়, তাদের জন্যও অবশ্য ফায়ারফক্সে বিশেষ ব্যবস্থা রয়েছে। এ জন্য এখান থেকে
‘স্কোর ওয়াচ‘ নামক অ্যাড-অন্সটি ইনস্টল করে নিতে হবে। এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যাটাস বারের ডান দিকে একটি স্কোর আইকন আসবে। স্কোর ওয়াচ মেন্যু থেকে চলতি সব খেলার স্কোর দেখতে পারবেন। যে খেলাটির স্কোর দেখতে চান, তার ওপর ক্লিক করুন, তাহলে সেই খেলার সম্পূর্ণ স্কোর দেখা যাবে। Performance থেকেWicket Alert নির্বাচন করলে উইকেট পড়লেও আপনাকে বলে দেবে। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোর ওয়াচ মেন্যুরSource- এর ড্রপডাউন মেন্যু থেকে। কোনো চলতি খেলার সম্পূর্ণ স্কোর দেখতে স্কোর ওয়াচ মেন্যুর ওই খেলার ডানেরFull scorecard বাটনে ক্লিক করুন।
চরম জিনিস।
ধন্য+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
নয়ন ভাই কেমন আছেন?
হাহাহাহাহা……….দারুন তো.
ধন্য++++++++++++