“প্রযুক্তির সাথে কথোপকথন…” স্লোগান নিয়ে গত আগস্ট মাস থেকে “সায়েন্সটেক” থেকে যাত্রা শুরু করেছে বাংলা ভাষার আইটি ও বিজ্ঞান বিষয়ক ফ্রী অনলাইন ম্যাগাজিন “মাসিক আইটি রিভিউ”। ম্যাগাজিনটি বিভিন্ন শ্রেণীর পেশাজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে নির্দিষ্ট ওয়েবসাইটে ( http://www.sciencetech.info/ ) ‘ই-বুক’ আকারে প্রকাশ করা হচ্ছে, যা অনালাইনে থেকে যে কেউ পড়তে বা বিনামূল্যে ডাউনলোড (PDF ফাইল) করতে পারবেন। এছাড়াও থাকছে, প্রতিমাসের কুইজের উত্তর দিয়ে একটি বিজ্ঞান বিষয়ক বইসহ একটি সনদপত্র জিতে নেয়ার সুযোগ।
আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক নিজের বাংলা ভাষায় এবং তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই টিউনারপেজের যাত্রা শুরু ২০১১ সালের ২১শে ফেব্রুয়ারি তে!
গল্প কবিতাই এই লিংক পেয়েছিলাম । সুন্দর ! চালিয়ে যান ।
ধন্য++++++++++++++
ভাই……:)
চমৎকার হইছে। গতকাল পরে দেখলাম :)
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদ………
ধন্য ++++++++++++++++++++
Thank u.