আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্ট স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। জটিল টিপস এবং টিক্সের আজ ২য় পর্ব। আজ দেখাব কিভাবে জটিল পাসওয়ার্ড তৈরি করবেন ও তা মনে রাখবেন।

আমরা বিভিন্ন জায়গায় একাউন্ট তৈরি করে থাকি। যেমনঃ ফেইসবুক, ইমেইল, বিভিন্ন ব্লগসহ আরও অন্যান্য জায়গায়। কিন্তু নিরাপত্তার কারণে আপনাকে জটিল পাসওয়ার্ড দিতে হয়। কিন্তু পাসওয়ার্ড জটিল করব কিভাবে? জটিল পাসওয়ার্ড তৈরি করলাম কিন্তু তা মনে রাখব কীভাবে? এমন প্রশ্ন সবাই করে থাকে। মনে রাখবেন যে, আপনার চারপাশে ঘুরে ফিরছে হ্যাকার গ্রুপ। যারা আপনার একাউন্টটি ঘায়েল করতে চায়। সহজ পাসওয়ার্ড দিলে আপনার একাউন্টটি হ্যাক করা তেমন ব্যাপারই না। একটি মজার ব্যবহার হল, বর্তমানে ১২ ডিজিটের পাসওয়ার্ডই হল সবচেয়ে শক্তিশালি পাসওয়ার্ড। এর উপরে দিলে তো কথাই নেই। তবে পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে কয়েকটি নিয়ম জেনে নিন।
- পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্র আপনি আপনার ভাষার অক্ষর বা ডিজিট ব্যবহার করুন। ইংরেজি পাসওয়ার্ড কম দিতে চেষ্টা করুন। কারণ আপনি যদি বাংলা অক্ষর দেন, তাহলে হ্যাকাররা আপনার পাসওয়ার্ড হ্যাক করার সম্ভাবনা ১% (আমার মতে)।
- ইংরেজি ডিজিট দিলে পাসওয়ার্ড সব সময় র্যানডম রাখবেন। শুধু 1, 2, 3, 4, …. দিবেন না। এর সাথে a, b, c, d,…. দিন।
- পাসওয়ার্ড শক্তিশালি করার জন্য আপনি ব্যবহার করুন বিভিন্ন সাংকেতিক চিহ্ন। যেমনঃ @ $# % ইত্যাদি।
কিভাবে পাসওয়ার্ড তৈরি করে মনে রাখবেনঃ—–
- ! excitement, strong emotion
- @ the letter A, the word “at”
- # number, pound, tic-tac-toe
- $ money, value, the letter S
- % a part of something
- ^ raised eyebrow, upside down V
- & the word “and”, this and that, twins
- ( the letter c, the moon
- ) the moon; anything lunar; crazy
- * sunny, bright, starry
- + adding one thing to another
- = balance, equanimity, this equals that
- < this is less than that, this is younger than that
- > this is greater than that, this is older than that
- ? unknown, variable, questionable
- ~ water, wind
ইংরেজিতে লিখেছি, কারণ আপনাদের পাসওয়ার্ড সাজানোর যাতে সুবিধা হয়।
এবার ৩টি উদাহরণসহ বুঝিয়ে দিলামঃ :)
উদাহরণঃ ১
- আপনার 1st মেয়ের নামের প্রথম আদ্যক্ষর হল JLM
- সে 1987 সালে জন্মগ্রহণ করে।
- তার sunny ও bright স্বভাব রয়েছে।
তাহলে শক্তিশালি পাসওয়ার্ড হবেঃ *1stJ87lm>
উদাহরণঃ ২
- আপনি জমজ (twin)
- আপনার নামের অধ্যাক্ষর ABO
- আপনার জমজ (twin) ভাইয়ের নামের অধ্যাক্ষর STO
- আপনার Social Security Number এর সর্বশেষ দুটি নাম্বার হলঃ 58
তাহলে শক্তিশালি পাসওয়ার্ড হবেঃ Abo58&Sto
উদাহরণঃ ৩
- আপনার সবচেয়ে বড় সন্তানের নামের অধ্যাক্ষর হল MWP
- পরের সন্তানের নামের অধ্যাক্ষর হল SEP
- তারা দুজন জন্মগ্রহণ করে যথাক্রমে 1981 ও 1983 সালে
তাহলে শক্তিশালি পাসওয়ার্ড হবেঃ Mwp81>83Sep
এছাড়াও আরও ছয়টি টিপস ফ্রি-তে নিন
- যদি আপনি ইংরেজিতে লিখেন, তাহলে সরাসরি ABO না লিখে এভাবে লিখতে পারেন AyBeeOh
- বড় ও ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন।
- পাসওয়ার্ডে অন্ততঃ ১টি সংখ্যা রাখবেন।
- পাসওয়ার্ডের শুরু ও শেষ কখনও সংখ্যা দিয়ে করবেন না।
- কমপক্ষে পাসওয়ার্ড ৮ ডিজিটের করুন। ১২ ডিজিটের হলে সবচেয়ে বেশি ভাল হয়।
- আপনার পাসওয়ার্ডটি অবশ্যই মুখস্ত রাখতে চেষ্টা করুন।
এবার নিচের ছবিটি দেখুন। যারা ইমোর অভাবে ভুগছেন, তারা এটি নিয়ে নিন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন, আল্লাহ হাফেজ…………..
আমার পোষ্ট ভাল লাগলে একটা লাইক দিন নিচের পেজে
অসাধারন !! খুব কাজের ও সহজ টেকনিক ! +++
জটিল টিউন. ধন্যবাদ আপনাকে.
আমার খুব কাজে লাগবে ।
সুন্দর পোস্ট , ধন্যবাদ ।
জটিল ধন্যবাদ !!!!
কাজের জিনিস ধন্যবাদ
ধন্যবাদ
ধন্য+++++++++++++++++
ভাই.
জটিল একটা জিনিস সেঅর করলেন…..