আমরা যারা এই লেখাটি পড়ছি তাদের সবার কাছেই হয়ত একটা করে মুঠোফোন আছে। অধিকাংশের কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অন্তত পরিসংখান তাই বলে। বর্তমান বিশ্বে বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন। বাংলা ভাষী এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী হিসেবে অনেক ভেবেচিন্তে এমন ৫টি অ্যাপ এর নাম দিলাম এখানে যা না হলেই নয়।
Bangla News
একটা সময় ছিল যখন মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠে চা নিয়ে খবরের কাগজের জন্য অপেক্ষায় থাকত। কখন খবরের কাগজওয়ালা আসবে। অনেক সময় হরতালে খবরের কাগজওয়ালা আসত না তখন নিজেই খবরের কাগজ কিনতে বের হতে হত। বেশিদিন না মাত্র ৪-৫ বছরের ব্যবধানে মানুষ এখন অ্যাপ এর মাধ্যমে তার নিজের মুঠোফোনেই প্রতি মিনিটে মিনিটে বিভিন্ন খবরের কাগজের সর্বশেষ আপডেট পেতে পারে। “Bangla News – বাংলাদেশ সংবাদ” অ্যাপটি আমার দেখা সেরা বাংলা ভাষার অ্যান্ড্রয়েড নিউজ অ্যাপ। এতে বর্তমানে বাংলানিউজ২৪, বিডিনিউজ২৪, নতুনবার্তা এবং প্রথম-আলোর খবর বিভাগ অনুযায়ী একসাথে বা আলাদা আলাদাভাবে দেখা যাবে।
Ridmik Keyboard (Bangla)
বর্তমানে বাংলা অক্ষরে এসএমএস লেখা একটি ট্রেন্ড হয়ে গেছে। Ridmik Keyboard এক্ষেত্রে সবচেয়ে বেশি ডাউনলোড করা এবং ভালো রেটিং পাওয়া অ্যাপ।
Bangla Dictionary
নাম শুধু Bangla Dictionary হলেও এর কাজ হচ্ছে ইংরেজি থেকে বাংলা আর বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা এতে ৯৪,০০০ এর মত ইংরেজি শব্দ এবং এক লক্ষ ছয় হাজার বাংলা শব্দ আছে। এছাড়া এটি ব্যবহারের জন্য কোনো ইন্টারনেট কানেকশনের দরকার নেই।
Al-Quran (Bangla)
পবিত্র কোরআন শরিফ যে কোনো সময় যে কোথাও খুব সহজেই বাংলা ভাষায় পড়ুন।
Dhaka Metropolitan Police: DMP
এটি ঢাকা মেট্রোপলিটান পুলিশের অফিশিয়াল অ্যাপ। এতে করে খুব সহজেই ঢাকায় আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করতে পারবেন।