“আসসালামু আলাইকুম”
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন…।
আবারো আমি হাজির হলাম আপনাদের সামনে আমার নতুন একটি পোস্ট নিয়ে…।
আমার এই পোস্টে আপনাদেরকে আমি জানাবো “মৌমাছি সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য…”
চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পোস্টে চলে যাই…
১. ৫০০ গ্রাম মধু তৈরী করতে মৌমাছির ২ মিলিয়ন ফুলের দরকার হয়!!
২. এই একই পরিমাণ মধু তৈরী করতে মৌমাছির ভ্রমণ করতে হয় ৯০,০০০ কিলোমিটার!!
৩. মৌমাছি প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে!!
৪. শ্রমিক মৌমাছি গড়পরতায় তার সারা জীবনে অর্ধেক চা চামচ এর সমপরিমাণ মধু তৈরী করতে পারে!!
৫. পুরো পৃথিবী একবার ঘুরে আসতে মৌমাছির জন্য ২ চা চামচ মধুই জ্বালানি হিসেবে যথেষ্ট!!
৬. মধু সংগ্রহের পরিভ্রমনে যে কোনো একটি মৌমাছি ৫০ থেকে ১০০ ফুলে বসে!!
৭. মৌমাছিরা ১০ থেকে ২০ মিলিয়ন বছর আগে থেকেই মধু তৈরী করছে!!
৮. উত্তর আমেরিকায় কোনো মৌমাছির অস্তিত্ব ছিল না!! আদিবাসীরা মৌমাছি কে ‘সাদা মানুষের মাছি’ বলত কারণ colonists রা প্রথম মৌমাছি আমদানি করেছিলো!!
৯. মৌচাকে গড়ে প্রায় ৬০,০০০ মৌমাছি থাকে!!
১০. মৌমাছির চারটি পাখা কিন্তু মাছির দুইটি!!
১১. মানুষ খুব সহজেই মধু হজম করতে পারে, কারন মানুষ খাওয়ার আগেই মৌমাছিরা তা একবার খেয়ে পরিপাক করে রাখে!!
১২. পৃথিবীর একমাত্র খাবার যা পচে না তা হলো, মধু!!
এই লেখাটি পূর্বে নিচের ফেসবুক পেজটিতে প্রকাশিত হয়েছিল, চাইলে লাইক করতে পারেন…
আজ এ পর্যন্তই…
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন…
ইনশাআল্লাহ আবারো ফিরে আসবো আপনাদের মাঝে…সবাই দোয়া করবেন…
“আল্লাহ হাফেজ”
আপনাদের সবাইকেও ধন্য+++++++++++++ :D
ধন্য++++++++++++++
ভাই……:) :) :D
চমৎকার টিউন। ধন্যবাদ।
ধন্যবাদ , শেয়ার করার জন্য । । ।:)
দারুন তথ্য শেয়ার করলেন !!!!!!!
ধন্যবাদ ।
একেই বলে পরিসরমি..প্রাণী ……
ধন্য +++++++++++
সেআর করার জন্যে…