আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি মোটেই ভালো নেই….আমার সাধের ফেসবুক আইডিটাই যখন লক হয়ে গেল!!
ফেসবুকের পাসওয়ার্ডটা চেন্জ করতে গিয়ে আমি এই মহা ঝামেলায় পরেছি।
ফেসবুক ইমেইলে দুইটা লিংক মেইল করলো…আর সে রাস্তা ধরেই লক হয়ে গেল আইডিটা।
এখন আইডিটা ফিরে পেতে আমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে ।এক>গত কয়েকদিন আগে যে মোবাইল ব্রাওজার অথবা নকিয়া দিয়ে লগিন করেছিলাম তা দিয়ে লগিন করতে হবে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না ।দুই>জন্ম সার্টিফিকেট অথবা পাসপোর্ট ইত্যাদি আপলোড করবো যা কিনা সম্ভব না।
এখন আমি কি করবো?