আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।
ইদানীং দেখা যাচ্ছে হ্যাকিং টা বেশ বেরে গেছে। আপনার যদি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট থাকে তাহলে হয়ত বা সেটাও আক্রান্ত হতে পারে (যদিও ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক খুব একটা হয় না)
তবুও আপনার দায়িত্ব আপনার সাইট টা কে নিরাপদ করা। নিরাপত্তায় আর একধাপ এগিএ যান এক্তি মাত্র প্লুগিন অ্যাড করে।
যেভাবে প্লুগিন টি কাজ করেঃ একই সময় একই আই পি থেকে একাধিকবার ভুল ইউজার আইডি ও পাসও য়াড ব্যবহার করলে তা ধরে ফেলে, বেশিবার কাজটি করলে আইপি ব্লক করে দেয়। আপনি ইচ্ছামত আইপি ব্লক এর টাইম নিরধারন করে দিতে পারেন।
প্লুগিন টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
তারপর যথাযথ ভাবে প্লুগিন টি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর ড্যাশ বোর্ড থেকে ইন্সটল করুন।
প্লুগিন টির নাম হলঃ login-lockdown.1.5
কাজ শেষ :D ……।। এবার উপভোগ করুন এসকিউএল ইঞ্জেকশান থেকে সম্পূর্ণ সুরক্ষা।
সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভাল থাকুন এবং টিউনার পেজ এর সাথেই থাকুন…………।
ধন্যবাদ ভাই
কাজে লাগবে আশা করি
ভালো একটা জনিস দিলেন….
বুঝলাম না। SQL Injection এর সাথে লগিনের সম্পর্ক কি ??
এডমিন পানেল এ লগিন করাই এসকিউএল ইঞ্জেকশান এর মুল লক্ষ্য। তাহলে অবশ্যই সম্পর্ক আছে ।
ধন্য+++++++++++++
ভাই .
ভালো একটা জনিস দিলেন….