- ক্লাস- ১ = PhpMyAdmin এর বৈশিষ্ট্য ও ডাউনলোড সফটওয়্যার
- ক্লাস- ২ = কীভাবে PhpMyAdmin ইন্সটল করবেন
- ক্লাস- ৩ = PhpMyAdmin administration
- ক্লাস- ৪ = কীভাবে PhpMyAdmin দিয়ে MySQL database table গুলো পরিচালনা করবেন
- ক্লাস- ৫ = কীভাবে PhpMyAdmin দিয়ে ডাটাবেজ তৈরি, টেবিল যোগ, ব্যাকআপ, রিস্টোর করবেন।
- ক্লাস- ৬ = কীভাবে PhpMyAdmin দিয়ে ডাটাবেজ টেবিল রিপেয়ার ও অপটিমাইজ করবেন
- ক্লাস-৭ = কীভাবে PhpMyAdmin দিয়ে MySQL query চালু করবেন
- ক্লাস-৮ = PhpMyAdmin অপারেশন
আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন টিউটোরিয়ালে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের লোকটিকে।
“PhpMyAdmin টিউটোরিয়াল” এর আজ ৭ম পর্ব। আর এই পর্বে থাকছেন “কীভাবে PhpMyAdmin দিয়ে MySQL query চালু করবেন”। তাহলে চলুন আজকের পোষ্টটে।
———————————————————————————————————————————————————
আমরা কাজ সবগুলোই শিখব তবে আস্তে আস্তে করে শিখব। কি বলেন? তাহলে চলুন আজকের ক্লাসে…..
PhpMyAdmin টিউটোরিয়ালঃ MySQL Query চালু করা
আজকে আমরা শিখব MySQL query তৈরি করা ও এটি চালু করে কাজ করা। মূলতঃ MySQL query চালু করার দুইটি পথ আছে। তবে এটা নির্ভর করে আপনার MySQL syntax এর অভিজ্ঞতার উপর। যারা MySQL এর উপর অভিজ্ঞ তারা SQL tab দিয়ে কাজ করে থাকে। এটার কারণ SQL এ আপনাকে কোড ব্যবহার করতে হবে। প্রথমে SQL query code দিন, তারপর Go button এ ক্লিক করুন।

যারা MySQL এর উপর অভিজ্ঞ কম তারা Query tab ব্যবহার করে থাকেন।

এখানে আপনি search condition, results সাজানো ও query multiple table নির্ধারণ করতে পারবেন। এছাড়াও আপনি Use Tables লিষ্ট থেকে টেবিল নির্বাচন করতে পারবেন। আপনি ফিল্ডের ড্রপ-ডাউন মেনু থেকে SELECT MySQL statement নির্বাচন করতে পারবেন। মনে রাখবেন Show check box সিলেক্ট করে রাখবেন। কিভাবে আপনি সার্চ ফলাফল সম্পূর্ণ করতে চান, তা Criteria text field থেকে নির্ধারণ করুন। Sort drop-down menu থেকে আপনি আপনার রেজাল্ট কিভাবে দেখাবেন, তা নির্ধারণ করুন। টেক্সট উইন্ডোর নিচের অংশ থেকে আপনি আরও search condition নির্ধারণ করতে পারবেন।
মনে রাখবেন, search condition এর text row গুলো যোগ করতে বা মুছে ফেলতে Ins ও Del check box ব্যবহার করবেন। এই কাজটি আপনি Add/Delete Criteria Row drop-down menu থেকেও করতে পারবেন। এছাড়াও কলাম যুক্ত করতে বা মুছে ফেলতে Ins ও Del check box বা Add/Delete Criteria Row drop-down menu ব্যবহার করবেন।
Modify section থেকে আপনি ফিল্ডগুলোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারবেন (যদি তারা AND বা OR logical operator দিয়ে যুক্ত থাকে)।
সকল কিছুর কাজ শেষ হলে এবার Update Query button এ ক্লিক করুন। এবার আমরা কোয়ারি চালু করব। এজন্য Submit Query button এ ক্লিক করুন। তাহলে আমাদের তৈরি করা কোয়ারিটি চালু হবে।
SELECT `AT_admins` . * FROM AT_admins WHERE (`AT_admins`.`login` LIKE “a%”);
এটি আপনার AT_admins table এর সকর রেকর্ডগুলো দেখাবে। এছাড়াও MySQL syntax সম্পর্কে আরও বিস্তারিত জানতে MySQL Documentation এখানে যান।
আজ এই পর্যন্তই । সবাই ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষকে। আল্লাহ হাফেজ………..
অনেক ভাল হয়েছে…..
খুব সুন্দর একটা post চালিয়ে যান অনির্বাচিত টিউনার ভাই আপনাকে ধন্যবাদ।
টিউনার ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি। আপনার টিউনগুলো সত্যিই চমৎকার। তবে আমরা যারা নতুন তাদের জন্য যদি প্রতিটি অপশন কেন ব্যবহার করা হয় তা একটু লিখতেন তা হলে আমাদের বুঝতে সুবিধা হত। যেমন: MySQL Query চালু করা । এটি কেন চালু করতে হবে তা যদি একটু বলতেন তা হলে আমাদের মত যারা এ বিষয়ে একেবারে নতুন তাদের উপকার হত। প্রতিটি পর্বই এমন করলে ভাল হয়। ধন্যবাদ আপনার এমন সুন্দর টিউনের জন্য।
সুন্দর পোস্ট ।অনেক শুভকামনা রইল ।
ধন্য +++++ :) :D
বাহ চমৎকার টিউন। চালিয়ে জান :)
দারুন, অনেক ধন্যবাদ আপনাকে
ar matro ekta class baki????