- ক্লাস- ১ = PhpMyAdmin এর বৈশিষ্ট্য ও ডাউনলোড সফটওয়্যার
- ক্লাস- ২ = কীভাবে PhpMyAdmin ইন্সটল করবেন
- ক্লাস- ৩ = PhpMyAdmin administration
- ক্লাস- ৪ = কীভাবে PhpMyAdmin দিয়ে MySQL database table গুলো পরিচালনা করবেন
- ক্লাস- ৫ = কীভাবে PhpMyAdmin দিয়ে ডাটাবেজ তৈরি, টেবিল যোগ, ব্যাকআপ, রিস্টোর করবেন।
- ক্লাস- ৬ = কীভাবে PhpMyAdmin দিয়ে ডাটাবেজ টেবিল রিপেয়ার ও অপটিমাইজ করবেন
- ক্লাস-৭ = কীভাবে PhpMyAdmin দিয়ে MySQL query চালু করবেন
- ক্লাস-৮ = PhpMyAdmin অপারেশন
আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন টিউটোরিয়ালে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের লোকটিকে।
“PhpMyAdmin টিউটোরিয়াল” এর আজ ৬ষ্ঠ পর্ব। আর এই পর্বে থাকছেন “কীভাবে PhpMyAdmin দিয়ে ডাটাবেজ টেবিল রিপেয়ার করবেন”। তাহলে চলুন আজকের পোষ্টটে।
———————————————————————————————————————————————————
আমরা কাজ সবগুলোই শিখব তবে আস্তে আস্তে করে শিখব। কি বলেন? তাহলে চলুন আজকের ক্লাসে…..
PhpMyAdmin টিউটোরিয়ালঃ Repair ও Optimize Database
মাঝে মাঝে ডাটাবেজ টেবিলগুলো ক্র্যাস করতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন কি করবেন? আবার নতুন করে তৈরি নাকি বসে বসে কান্না করবেন? কান্না করতে চাইলে কতে পারেন, সমস্যা নাই :)। আবার সমস্যা হলেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে, নয়ত আরও বেশি সমস্যা সৃষ্টি হবে। কান্না কাটি করার দরকার নাই, আমি আজ এক্ষুনি আপনাদের দেখাব কিভাবে রিপেয়ার ও অপটিমাইজ করবেন সব কিছু।
কিভাবে MySQL Database Table রিপেয়ার করবেন?
প্রথমে যে ডাটাবেজটি রিপেয়ার করতে চান, তা ওপেন করুন। এবার যে টেবিলগুলো রিপেয়ার করতে চান, সে নির্বাচন করুন। এবার টেবিল লিষ্টের নিচের ড্রপ-ডাউন মেনু থেকে Repair table action এ ক্লিক করুন।

তাহলেই টেবিলগুলোর রিপেয়ারের কাজ শুরু হয়ে যাবে। রিপেয়ার শেষ হলে আপনাকে একটি কনফার্মেশান ম্যাসেজ দিবে।

কিভাবে MySQL Database Table অপটিমাইজ করবেন?
যে ডাটাবেজটি অপটিমাইজ করতে চান, তা ওপেন করুন। এবার যে টেবিলগুলো আপনি অপটিমাইজ করতে চান, সেগুলো নির্বাচন করুন।

এবার টেবিল লিষ্টের নিচের ড্রপ-ডাউন মেনু থেকে Optimize table option সিলেক্ট করুন। অপটিমাইজিং শেষ হলে আপনার টেবিলগুলো একটি নতুন পেজে দেখাবে এর সাথে আপনাকে একটি কনফার্মেশান ম্যাসেজ দিবে।

আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ…..
ধন্য++++++– সুন্দর হয়েছে…
অনেক ধন্যবাদ আপনাকে.+++
ফাটাফাটি টিউন। চালিয়ে জান বস :D
দারুন, অনেক ধন্যবাদ আপনাকে.
ভাই আমি এখনো…….প্রথম পর্যায়ে আসি….
সংগ্রহে থাকলো……ধন্য++++++++++++++++