বিভিন্ন ভাবে আমরা মোটামুটি জানি যে oDesk , Vworker , Freelancer , Scriptlancer , GetAcodar এই সাইট গুলো থেকে টাকা আয় করা যায় । আমি নিজে oDesk এবং Vworker কাজ করি । গত দুই মাসে ২০,০০০ টাকা আয় করেছি । আর এ জন্য বিল গেটস হতে হয় না । এই সাইট গুলোতে রেজিস্ট্রেশন করে , কাজের জন্য বিড করতে হয় । এর পর কাজ পাবেন এবং কাজ করে টাকা আয় করবেন । মনে হচ্ছে এ আর এমন কঠিন কি ? এরপরও কিন্তু কিছু একটা আছে আর তা হল কিছু “টেকনিক” । একে একে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব ।
কাজের ধরন – এখানে সব ধরনের কাজ পাওয়া যায় । এমন কোন কাজ নাই যে তা পাওয়া যায় না । নিচে কিছু ধরন দেয়া হল
১। ওয়েব সাইট ডিজাইন , ডেভেলপমেন্ট , মেইনটেনান্স ইত্যাদি ।
২। প্রোগ্রামিং এর সকল ধরনের কাজ ।
৩। ডাটাবেজ এর সকল ধরনের কাজ ।
৪। নেটওয়ার্কিং এর কাজ ।
৬। ডাটা এন্ট্রি এর সকল কাজ ।
৭। ই-কমার্স এর কাজ ।
৮। ই-মার্কেটিং এর কাজ ।
৯। সফটওয়ার এর সকল ধরনের কাজ ।
১০। অফিস সহকারী এর কাজ ।
১১। লেখার কাজ ইত্যাদি ইত্যাদি । সব ধরনের কাজ যা দূর থেকে করা যায় ।
Good Idea for me. It must help me for fore going.
Thanks
——Asabur